কলকাতা 

শনিবার সকাল থেকে কলকাতা ও শহরতলীতে ইডি হানা !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে পরেই আবার কলকাতার ও কলকাতার শহরতলী জুড়ে একাধিক জায়গায় হানা দিল ইডি। ইডি সূত্রে খবর, কলকাতা এবং আশপাশের কমপক্ষে আটটি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। ইডির ওই সূত্র এ-ও জানিয়েছে, আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত করতেই শনিবার সকালে অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, কোটি কোটি টাকার আর্থিক তছরুপের এই মামলায় বিদেশি যোগও থাকতে পারে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর।

উল্লেখ্য, ভোট মিটতেই বিভিন্ন মামলায় রাজ্য জুড়ে আবার সক্রিয় কেন্দ্রীয় সংস্থাগুলি। তিন দিন ধরে সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছিল রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করে সিবিআই।

এর পর শনিবার সকালে আবার অন্য একটি মামলায় কলকাতা এবং শহরতলি জুড়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ