পাঠ ভবন ডানকুনির উদ্যোগে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান
গৈরিক সাহার প্রতিবেদন : শিক্ষার পাশাপাশি সামাজিক কাজেও পাঠ ভবন ডানকুনি এক দৃষ্টান্ত স্থাপন করল। পাঠ ভবন বরাবরই ব্যতিক্রমই শিক্ষা ধারার কথা বলে। তারই সমান্তরালে চলতে থাকে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়াস। এদিন তারই অংশ হিসাবে এক অভিনব উদ্যোগ নিল বিদ্যালয়।
আপৎকালীন পরিস্থিতিতে যেকোনো ব্যক্তির প্রাথমিক চিকিৎসায় হুইলচেয়ার ও স্ট্রেচার এর বিশেষ ভূমিকা থাকে। এবং শিশুদের ক্ষেত্রে তা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই পাঠ ভবন ডানকুনি নিজ বিদ্যালয়ের পাশাপাশি উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শ্রীমতী শ্রাবণী চ্যাটার্জির হাতে তুলে দিল একটি হুইলচেয়ার।
এদিন বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. দেবব্রত মুখোপাধ্যায় ও পাঠ ভবন সোসাইটির সম্পাদক শ্রী বিশ্বনাথ দাশগুপ্ত সহ বিদ্যালয়ের দুই পড়ুয়া উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় উপস্থিত হন। পাঠ ভবনের তরফে ওই দুই পড়ুয়া প্রধানশিক্ষিকার হাতে ওই হুইলচেয়ারটি তুলে দেন। এছাড়া বিদ্যালয়ের তরফে এও জানানো হয়, মাখলা উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিহীন ১১ জন পড়ুয়া কে ‘সেন্সরড ওয়াকিং স্টিক’ তুলে দেওয়া হবে।
পাঠ ভবন ডানকুনির এই প্রয়াসে আপ্লুত উত্তরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।