আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কলকাতার বুকে অনুষ্ঠিত হলো বৃহৎ অনুষ্ঠান
অর্পণ বন্দ্যোপাধ্যায় : নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক বছরের মতো এ বছর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কলকাতা পুলিশের নারকটিক সেল এর উদ্যোগে টালিগঞ্জ থানা ও দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ‘আরোগ্য নিকেতনের ‘পক্ষ থেকে রাসবিহারী মোড়ে আয়োজিত হল দু’দিনব্যাপী বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষিকা স্বাগতা বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাবলু রায় এবং কলকাতা পুলিশের নারকোটিক সেলের উচ্চপদস্থ অফিসারেরা স্টুডেন্ট টালিগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সুদেব বন্দ্যোপাধ্যায়।
উক্ত অনুষ্ঠানে আরোগ্য নিকেতনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজকে নেশা মুক্তির বার্তা দেওয়া হয়, এছাড়া স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যাতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিগত বছরগুলি পরিসংখ্যান অনুযায়ী কিভাবে মাদকাসক্তির পরিমাণ, মাদক পাচার বৃদ্ধি পাচ্ছে প্রশাসন তথা বিভিন্ন সমাজকর্মীরা যথেষ্টই চিন্তায় রয়েছেন এবং তার উদ্দেশ্যে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন কর্মসূচিও।
আরোগ্য নিকেতনের পক্ষ থেকে সারা বছরই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় যাতে অংশীদার থাকে কলকাতা পুলিশ, এটাই যে যুবসমাজ তথা সমাজকে নেশা মুক্তির পথ দেখানো এবং এক নেশা মুক্ত সমাজ গড়ে তোলা।