কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা! মেলেনি কিছুই শূন্য হাতে ফিরতে হলো জানিয়েছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হেলিকপ্টারের আয়কর হানা দেয় রবিবার পয়লা বৈশাখ সকালে। এ খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডেল এ টুইট করে জানিয়েছেন। ওই হেলিকপ্টারটি নিয়ে আগামীকাল সোমবার তমলুক লোকসভা কেন্দ্রের প্রচারের জন্য হলদিয়া যাওয়ার কথা ছিল।তার আগের দিন বেহালা ফ্লাইংক্লাবে এসে হাজির হন আয়কর দফতরের আধাকারিকেরা। অভিষেকের নিরাপত্তারক্ষীদের আটকে তাঁর কপ্টার তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাঁরা। যদিও অভিষেক জানিয়েছেন, তার পরও কিছুই পাওয়া যায়নি।

এক্স হ্যান্ডলে অভিষেক এই ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করে লিখেছেন, ‘‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি।’’

Advertisement

তৃণমূলের অভিযোগ, কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত আয়কর আধিকারিকেরা শেষে হেলিকপ্টারটিকেই দীর্ঘ ক্ষণ আটকে রেখে দেন। ওড়ার অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। পরে এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় আয়কর আধিকারিকদের। তৃণমূলের অভিযোগ, বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দফতরের আধিকারিকেরা।

কেন্দ্রীয় সংস্থার এই অভিযান প্রসঙ্গে পরে এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘‘(দিল্লির) জমিদাররা যতই বাংলায় বলপ্রয়োগ করুক না কেন বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না।’’

পরে তৃণমূলও বলে, ‘‘গোটা দেশে ভোট চলছে কিন্তু বিজেপির এখনও বাংলার কথা ভেবে কাঁপুনি হচ্ছে। যেভাবে হোক দেশ থেকে বিরোধীদের দূর করতে চায় তারা। কিন্তু তৃণমূল বাংলা বিরোধী বিজেপির কাছে হার মানবে না। ’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ