কলকাতা 

মহামিলনের তীর্থ ভূমি সোনার বাংলা মিলন উৎসবের উদ্বোধন করে বললেন ফিরহাদ হাকিম

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, কলকাতা : পার্ক সার্কাস ময়দানে বৈচিত্র্যের মাঝে মহামিলন উৎসব শুভ সূচনা হলো ২৭ শে জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্যোগে ২৭ শে জানুয়ারি থেকে ৩১জানুয়ারি পর্যন্ত আয়োজিত হচ্ছে ‘মিলন উৎসব ২০২৪’।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান আধিকারিক ডঃ পি বি সেলিম (আই.এ.এস.)-এর নেতৃত্বে এই মিলন উৎসবে বিগত বছরগুলোর মতোই এবছরও আবেগ-আনন্দ-উচ্ছ্বাসে শামিল হচ্ছেন হাজার হাজার মানুষ। সর্ব শ্রেণির মানুষের কল্যাণে এই উৎসবের সার্বিক পরিকল্পনা ও সার্থক আয়োজন দেখে মুগ্ধ সবাই। মিলন উৎসব বাংলার মননের আকাশে ইতিপূর্বেই বিশেষ দাগ কেটেছে। এবছরও তা ঘরে ঘরে ঐক্য আর সম্প্রীতির বার্তা পৌঁছনোর ডাক দিল।

Advertisement

শনিবার,মিলন উৎসব ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম।প্রতি বছরের মতো এবছরেও মিলন উৎসব-এর বিশেষ আকর্ষণে আছে কেরিয়ার স্টল, মেডিকেল প্যাভিলিয়নে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ফুড স্টল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জব মেলা, হস্তশিল্পের স্টল, কিডস জোন, শিক্ষা সচেতনতার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল, চাকরি জন্য কেরিয়ার কাউন্সেলিং, বাংলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব হস্তশিল্প প্রভৃতি। এছাড়াও প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে বিভিন্ন বিষয়ে ২০০ –র বেশি স্টল।

উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি বলেন বৈচিত্রের মধ্যে মহামিলনের মিলনক্ষেত্র এই বাংলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে সরকার কাজ করে যাচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। তাঁর কথায় উঠে আসে সংখ্যালঘু উন্নয়নে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারের সমাদৃত। তাই এই ধরনের উৎসবের মধ্যে দিয়ে যে মিলনের উপরেখা বহন করে তা অত্যন্ত প্রাসঙ্গিক।বিশেষ অতিথি ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও সাবিনা ইয়াসমিন,উপস্থিত ছিলেন সাংসদ নাদিমুল হক ও প্রাক্তন সাংসদ তথা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। আরও উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা সচিব গোলাম আলী আনসারী (আইএএস), বিশেষ সচিব সাকিল আহমেদ, স্থানীয় বিধায়ক বাবুল সুপ্রিয়,ক্বারী ফজলুর রহমান ও মওলানা শফিক ক্বাসমী,উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল হক,পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন, জাহাঙ্গীর আলম, মারিয়া ফান্ডাডেজ,অ্যাঞ্জেলিনা জোলি, ফরিদ খান, এহতেশামুল হক,সহ বিত্ত নিগমের অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ