হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে উন্নীত, খুশির হাওয়া এলাকায়
নিজস্ব প্রতিবেদক, নিউটাউন : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্গত উঃ ২৪ পরগনা জেলার নিউটাউনের হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসা উন্নীত হলো উচ্চ মাধ্যমিক স্তরে। এলাকার ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে মাদ্রাসার প্রধান শিক্ষিকা শম্পা পাত্র কঠোর ভাবে চেষ্টা করে চলেছে। প্রধান শিক্ষিকা আবেগ তাড়িত না ঔ কন্ঠে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা পর্ষদ,মাদ্রাসা শিক্ষা অধিকর্তা,উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ সহ উত্তর ২৪ পরগনা জেলা শিক্ষা দফতরের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ধাপ হিসাবে এই উন্নতি অত্যন্ত কার্যকরী হবে বলে তিনি জানান। স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় বলেন দুঃস্থ মেধাবী ছেলেমেয়েদের পড়াশোনার উন্নতিতে এই মাদ্রাসা যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। যে কোন প্রয়োজনে মাদ্রাসার পাশে থাকার অঙ্গীকার তিনি করেন।
পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন পশ্চিমবঙ্গের মাদ্রাসায় যে সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তা কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই সম্ভব হয়েছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক দৃষ্টিভঙ্গি আজ অন্য মাত্রা এনে দিয়েছে। তাঁর কন্ঠে ধ্বনিত হয় মাদ্রাসা শিক্ষা নিয়ে যারা ভুরু কুঁচকে থাকে তাদের জন্য হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসা দৃষ্টান্ত সৃষ্টি করেছে।কারণ হিসেবে তিনি বলেন শম্পা পাত্রে’র মতো মেয়ে এই মাদ্রাসার পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার উন্নয়নে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ করে চলেছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের কাছে মসিহা হিসাবে অবস্থান করছে।তাই এই ধরনের গঠনমূলক কাজ মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে আলাদা মাত্রা বহন করছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন, কাউন্সিলর সিরাজুল হক, প্রধান শিক্ষক জার্জিস হোসেন, নাফিসা ম্যাডাম সহ অন্যান্য আধিকারিক শিক্ষক-শিক্ষিকা ও সমাজের গুণীজনেরা।