কলকাতা 

”রাজ্যের যে কোনও ভালো, উন্নয়নমূলক কাজে আমি পাশে রয়েছি। মানসিকভাবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আছি” : সি ভি আনন্দ বোস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপালকে আমন্ত্রণ জানাতেই হবে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এর কোন মানে নেই তবে আমি মানসিকভাবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পাশে আছি। আজ রাজ্যপাল হিসাবে সিবি আনন্দ বোসের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বর্ষপূর্তিতে তিনি অবশ্য রাজ্য সরকারের সঙ্গে কোনো সংঘাতের ইঙ্গিত দেননি বরং বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়ে নতুন করে সরকারের সঙ্গে সহযোগিতা করার কথা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সি ভি আনন্দ বোস।

মঙ্গলবার রাজভবনে সাংবাদিক বৈঠকে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন তিনি। সেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ”রাজ্যের যে কোনও ভালো, উন্নয়নমূলক কাজে আমি পাশে রয়েছি। মানসিকভাবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আছি।”

Advertisement

আগামীকাল ২২ নভেম্বর এ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এক বছর পূর্ণ করবেন সিভি আনন্দ বোস। এই একটা বছর কেমন কাটালেন বাংলায়, তা নিয়েই এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক একাধিক বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। সেখানেই উঠে এসেছে রাজ্যের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে। ‘আপনি কি বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন?’, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ”আমি এখান থেকেই বাণিজ্য সম্মেলনে অংশ নিচ্ছি। মানসিকভাবে বাণিজ্য সম্মেলনে আছি। এই সম্মেলনে যে রাজ্যপালকে আমন্ত্রণ জানাতেই হবে, তার কোনও মানে নেই।”

কোনও সংঘাত কিংবা দ্বন্দ্ব নয়, সি ভি আনন্দ বোসের সাফ কথা, ”কারও বিরোধিতা করব না। সত্যের পক্ষে থাকব সবসময়।” এককথায় উড়িয়ে দিলেন রাজ্য-রাজ্যপাল সংঘাতের বহুচর্চিত সমালোচনা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে, হিংসা রুখতে পুলিশকে সক্রিয় হতে হবে বলে মনে করেন তিনি। আর এ বিষয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নেবেন বলে বিশ্বাস করেন সি ভি আনন্দ বোস। তাঁর কথায়, ”সরকার নির্বাচিত। আর রাজ্যপালের পদ মনোনীত। জনগণের কাজ করবে সরকার আর রাজ্যপালের কর্তব্য, সরকারের যে কোনও কাজে পাশে থাকা। এই সামঞ্জস্য়টাই গণতন্ত্রের সৌন্দর্য।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ