আদানি গোষ্ঠী এদেশের মানুষের কাছ থেকে ৩২ হাজার কোটি টাকা চুরি করেছে অভিযোগ রাহুলের
বাংলার জনরব ডেস্ক : আদানি গোষ্ঠী দেশের মানুষের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতার রাহুল গান্ধী। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য তুলে ধরে রাহুল গান্ধী বলেন ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনে সেটা দ্বিগুণ দাম দেখিয়ে আদানি গোষ্ঠী এদেশে বিক্রি করেছে আর এর ফলে বেড়ে গেছে বিদ্যুতের মাশুল।এটা সরাসরি সাধারণ মানুষের পকেট থেকে চুরি।
বুধবার এআইসিসি সদর দফতরে সাংবাদিক বৈঠকে রাহুল (Rahul Gandhi) বলেন, আগে আমরা আদানিদের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলাম। কিন্তু সেটা ভুল ছিল। এক সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে তিনি দাবি করেন, আদানিরা কয়লার মাধ্যমে আরও ১২ হাজার কোটির দুর্নীতি করেছে।
আসলে এক সংবাদমাধ্যমদের দাবি অনুযায়ী, কয়লা আমদানির ক্ষেত্রেও বড়সড় কেলেঙ্কারি ঘটিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছে আদানির সংস্থা। যার জেরে প্রায় গোটা দেশকে বিদ্যুতের মাশুল বেশি দিতে হচ্ছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেই কয়লার দামই দ্বিগুণ বলে দেখানো হয়। সেই কাজে তাদের সাহায্য করেছিল তাইওয়ানের ওই সংস্থা। বস্তুত, এই মুহূর্তে দেশের কয়লা আমদানির বাজার পুরোপুরি আদানিদেরই দখলে। তাই কয়লা আমদানির বেশি খরচ দেখাতে বিশেষ অসুবিধাও হয়নি। ওই রিপোর্টকে হাতিয়ার করেই এদিন আদানিদের আক্রমণ করলেন রাহুল।
রাহুলের দাবি, আদানি গোষ্ঠীর মোট দুর্নীতির পরিমাণ ৩২ হাজার কোটি টাকা। সরাসরি এই টাকা মানুষের পকেট থেকে চুরি করা হয়েছে। সরাসরি না বললেও রাহুলের ইঙ্গিত, এই বিরাট দুর্নীতি যে কোনও সরকার ফেলে দিতে পারে। একই সঙ্গে রাহুল জানিয়ে দিয়েছেন, কংগ্রেস তথা ইন্ডিয়া (INDIA) জোট ক্ষমতায় এলে আদানিদের বিরুদ্ধে তদন্ত হবে। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে আলাদা করে আদানিদের বিরুদ্ধে তদন্ত করা যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে বলে জানান কংগ্রেস সাংসদ।