আন্তর্জাতিক 

যুদ্ধ পরিস্থিতি খতিয়ে দেখতে ইসরাইল সফরে যাচ্ছেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন

শেয়ার করুন

ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে ইসaরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এই মুহূর্তে ইসরায়েলের তেল আভিভ শহরে আছেন।

সোমবার ব্লিঙ্কেন বলেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন বুধবার ইজ়রায়েলে আসছেন। ইজ়রায়েল, পশ্চিম এশিয়া এবং সমগ্র বিশ্বের জন্য এটা একটা কঠিন সময়।’’ তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সমঝোতা হয়েছে। বাইডেন আসার পরেই গাজ়ায় সাহায্য পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হবে।

Advertisement

ইসরায়েল এবং ফিলিস্তিনের চরম পন্থী গোষ্ঠী হামাসের মধ্যে এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়েছে। তবে ফিলিস্তিনীয় ভূখণ্ডে সাধারণ মানুষকে যুদ্ধের ফলে যে হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়েও চিন্তাভাবনা করছে আমেরিকা। ফিলিস্তিনে, বিশেষত গাজ়ায় সাহায্য পৌঁছে দিতে চায় তারা। বাইডেন এ-ও জানিয়েছেন, ইজ়রায়েল যুদ্ধের আবহে গাজ়া দখল করতে চাইলে তা হবে ‘ভুল সিদ্ধান্ত’।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ