জেলা 

ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতি ও সন্তানের, উলুবেড়িয়ার ঘটনায় শোকস্তব্ধ এলাকা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : একই পরিবারের তিনজন ঘুমন্ত অবস্থায় রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের মারা গেলেন। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, ইয়াসিন মল্লিক তার স্ত্রী মহিমা বেগম এবং তার একমাত্র কন্যা হুমাইয়া খাতুনকে নিয়ে একটি ঘরে ঘুমাচ্ছিলেন অন্য ঘরে ঘুমাচ্ছিল তার মা নুরজাহান বেগম। রাত্রি তিনটা নাগাদ হঠাৎই বাড়িতে আগুন ধরে যায়।

নিজের সন্তান নাতনি এবং বৌমাকে অগ্নিদগ্ধ হতে দেখে চিৎকার করতে থাকেন নুরজাহান বেগম। তাঁর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন কিন্তু ততক্ষণে ইয়াসিন মল্লিক, মহিমা বেগম এবং তাদের একমাত্র কন্যা হুমাইয়া খাতুন ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদিকে অগ্নিদগ্ধ নুরজাহান বেগমকে উলুবেরিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা চলছে।

Advertisement

অন্যদিকে এই তিনজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা এটা যে মায়ের মৃত্যু না হলেও চোখের সামনে নিজের ছেলে বৌমা এবং নাতনিকে মরতে দেখলেন নুরজাহান বেগম।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ