আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইডির কাছে নথি জমা দেননি অভিষেক, কেন্দ্রীয় এজেন্সি প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ১০ই অক্টোবর মঙ্গলবার এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তার সম্পত্তির সমস্ত নথি ইডির কাছে জমা দিতে হবে। ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পরেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কবর থেকে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো নথি ইডি দফতরে জমা দেননি। অন্যদিকে নথি না পাওয়াই বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে ইডির আইনজীবী জানান এখনো পর্যন্ত অর্থাৎ এদিন সন্ধ্যা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পত্তির হিসাব ইডির কাছে জমা পড়েনি। এরপর আদালত জানিয়ে দেয় ইডি কড়া পদক্ষেপ নিতে পারে।
নিয়োগ মামলায় অভিষেকের কাছে ইডি যে নথি চেয়েছিল, সেই সব নথি মঙ্গলবার, ১০ অক্টোবর জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু মঙ্গলবার দিন গড়িয়ে সন্ধে নামলেও অভিষেকের তরফ থেকে কোনও নথি জমা পড়েনি ইডির দফতরে। এর পরেই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।’’
অভিষেককে ইডির কাছে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। গত ৫ অক্টোবর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়কুমারের বেঞ্চ ওই নির্দেশ দেয়। বিচারপতি সেন বলেছিলেন, ‘‘অভিষেককে ওই দিনই সব নথি জমা দিতে হবে। তার পর তাঁকে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না আদালত। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে বলেছিল, ‘‘অভিষেকের জমা দেওয়া নথিতে ইডি যদি সন্তুষ্ট না হয়, তবে তাঁকে হাজিরা দিতে বলতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।’’
এর পরই মঙ্গলবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে অভিষেকের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলাটি ওঠে। বিচারপতি সিংহের কাছে তদন্তের রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি। অভিষেকের রিপোর্ট নিয়ে কিছু ক্ষণ কথোপকথন হয় দু’পক্ষের মধ্যে।
ইডির আইনজীবী: এই মামলায় নতুন তদন্তকারী অফিসার ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত অভিষেক কোনও নথি জমা দেননি ইডির কাছে।
বিচারপতি সিনহা : হার্ড কপি (অর্থাৎ কাগজপত্র লিখিত নথি) না কি সফ্ট কপি (কম্পিউটারে ফাইল ) কী দিতে বলেছিল ডিভিশন বেঞ্চ?
ইডির আইনজীবী: ডিভিশন বেঞ্চে হার্ড কপি দেওয়ার কথাই বলা হয়েছিল। সফ্ট কপি দেওয়া হয়েছে কি না জানা নেই।
এর পরেই বিচারপতি সিনহা জানিয়ে দেন, আদালতের নির্দেশ না মানলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি। সে ক্ষেত্রে ইডির কাছে নথি জমা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে অভিষেকের হাতে। তার মধ্যে নথি জমা দিতে না পারলে একক বেঞ্চের নির্দেশ অনুসারে অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।