Firhad 30 : শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় অফিসারও হতে হবে : পি বি সেলিম
সেখ ইবাদুল ইসলাম: আমাদের সমাজের অভিভাবকদের ধারণা হচ্ছে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে ভবিষ্যৎ নাকি অন্ধকার। কিন্তু বাস্তব হল সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না মেধাবীদের একটা অংশ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেন। আর আর ডাক্তার ইঞ্জিনিয়ার না হওয়ার ফলে অভিভাবকরা তো বটে মেধাবী সন্তানরাও হতাশ হয়ে পড়ে। কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া। আর এর পাশাপাশি শিক্ষা গ্রহণ করে ভালো উপার্জনের পথ প্রশস্ত করা।
শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আমাদের মেধাবী সন্তানরা চেষ্টা করলে আইএএস, আইপিএস এবং ডব্লুবিসিএস শিক্ষক, অধ্যাপক, ব্যবসায়ী হতে পারেন। আজ রবিবার দশই সেপ্টেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে এই কথাগুলি উচ্চারণ করলেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আমলা এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান পি বি সেলিম।
আজ রবিবার কলকাতার বন্দর এলাকার বিধায়ক তথা কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে Firhad 30 নামে জয়েন্ট এন্ট্রান্স এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোচিং সেন্টারের পরিচালনায় বন্দর এলাকার শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার কাউন্সিলর সমাজসেবী সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান দেবলীনা কর্মকার, কাউন্সিলর রেহেনা খাতুন, নিজাম উদ্দিন শামস আনোয়ার খান, সাবির হোসেন, অধ্যাপিকা কৃষ্ণকলি নিয়োগী প্রমুখ।
এদিনের অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হলেও আয়োজকদের মধ্যে অনেক খামতি থাকার কারণে বেশ কিছু শিক্ষক অসন্তুষ্ট হন। শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে কিছু শিক্ষককে গুরুত্ব দেওয়া হলেও বেশ কিছু শিক্ষককে এড়িয়ে যাওয়া হয়েছে বলে শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরবর্তীকালে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারবে বলে, কিছু শিক্ষক আশা প্রকাশ করেছেন।