Swapnadip Kundu : স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার যাদবপুরের দুই পড়ুয়া
বাংলার জনরব ডেস্ক : স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এদের মধ্যে একজন হলেন হুগলি জেলার আরামবাগের মনোতোষ ঘোষ আর একজন হলেন বাঁকুড়ার দিপশেখর দত্ত। দুজনেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া। জানা গেছে আরামবাগের বাসিন্দা যাদবপুরের সমাজবিদ্যার ছাত্র মনোতোষ ঘোষের অতিথি হিসাবে স্বপ্নদ্বীপ কুন্ডু ওই হোস্টেলে ছিলেন। গত পরশু গ্রেফতার হয়েছিলেন সৌরভ দাস নামে এক প্রাক্তনী। তাকে জেরা করে ই এই দুজনের নাম পাওয়া গেছে বলে জানা গেছে।
শনিবার রাতভর জেরা করা হয়েছে মনোতোষদের। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম নিজে থানায় উপস্থিত ছিলেন। ছাত্রদের জেরার প্রক্রিয়ায় তিনিও অংশ নেন। তার পর রবিবার সকালে দুই পড়ুয়াকে গ্রেফতার করা হল।
স্বপ্নদীপের বাবার অভিযোগে মনোতোষের নামও রয়েছে। যদিও এফআইআরে তাঁর নাম ছিল না। সৌরভকে জিজ্ঞাসাবাদ করে মনোতোষ এবং দীপশেখরের নাম জানতে পেরেছে পুলিশ। তার পর তাঁদের থানায় ডেকে পাঠানো হয়। অভিযোগ, স্বপ্নদীপের উপর হস্টেলে অত্যাচার করা হয়েছিল। তার সঙ্গে যুক্ত থাকতে পারেন এই দু’জনও।
ধৃত সৌরভকে শনিবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে সৌরভকে। আদালতে শনিবারই সরকার পক্ষের আইনজীবী জানিয়েছিলেন, স্বপ্নদীপের উপর অত্যাচার হয়েছিল বলে শোনা যাচ্ছে। তবে তাতে অনেকে জড়িত ছিলেন। তাঁর কথায় বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ‘র্যাগিং তত্ত্ব’ আরও জোরালো হয়েছিল। যদিও সৌরভ আদালত থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি নির্দোষ। তাঁর পরিবারের তরফেও দাবি করা হয়েছে, সৌরভকে ফাঁসানো হয়েছে।