দেশ 

দিল্লির এইমস হাসপাতালে বিধ্বংসী আগুন!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক:   দিল্লির এইমস হাসপাতালে বিধ্বংসী আগুন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালের এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড।

দেশের অন্যতম সেরা হাসপাতাল দিল্লি এইমস (Delhi AIIMS)। প্রতিদিনই দেশ-বিদেশ থেকে হাজারো রোগী এখানে আসেন চিকিৎসার জন্য। সেরা পরিষেবা প্রদান করতে সর্বদাই বদ্ধপরিকর এই হাসপাতাল। সেই এইমসেই এদিন সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের আটটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, এন্ডোস্কপি বিভাগে প্রথমে আগুন লাগে। সেই আগুনই ক্রমে ছড়িয়ে পড়ে পাশের এমার্জেন্সি ওয়ার্ডে। যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সি ওয়ার্ডে যাঁরা ভরতি ছিলেন, তাঁদের সফরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, “আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন ডিরেক্টর। হাসপাতালের তিনতলায় OPD বিল্ডিংয়ে আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিভলেও কোথাও ফায়ার পকেট রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ