জেলা 

ঝিকিরায় নির্যাতিত কংগ্রেস কর্মীদের পাশে অসিত মিত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

পঞ্চায়েত নির্বাচনের নোটিফিকেশন থেকে শুরু করে শাসক তৃণমূল কংগ্রেস দল যে হিংসা শুরু করেছিল জাতীয় কংগ্রেস কর্মী ও নেতাদের উপর তা আজও অব্যাহত । এই অত্যাচার সমগ্র বাংলার সঙ্গে হাওড়া জেলাতেও হয়েছিল বিভিন্ন ব্লকে। নমিনেশন করার সময় অত্যাচার ,নমিনেশন তোলার জন্য বিভিন্ন প্রকারের অত্যাচার। যারা এই সমস্ত অত্যাচার সহ্য করে নির্বাচনে রয়ে গিয়েছিলেন জাতীয় কংগ্রেস কর্মীরা। তারা ভোটের সময় তাদের প্রাণ বাজি রেখে সমস্ত অত্যাচার সহ্য করে ভোট করেছিলেন এবং গণনা কেন্দ্রে গিয়েছিলেন গণনা করতে। যে সংখ্যক আসন দিয়েছিলেন তার অনেকটাই জয়লাভ করেছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থীরা শত বাধা ,শত লুটপাট সত্ত্বেও। যে অল্প সংখ্যক আসনে ভোট করাতে পেরেছিলেন তার গণনা করতে গিয়ে সারা বাংলা জুড়ে বিরোধী দলের প্রার্থীরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন তার ব্যতীত নয় হাওড়া জেলার বাগনান কেন্দ্রের বাগনান এক নম্বর ব্লক ও আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর ব্লক।

আমতা কেন্দ্রের ঝিকিরা অঞ্চলের জাতীয় কংগ্রেস সভাপতি ও পঞ্চায়েত প্রার্থী শিবনাথ দত্ত এবং আরেক মহিলা পঞ্চায়েত প্রার্থী জয়শ্রী দাসসহ অন্যান্য কর্মীদের উপর যে মারধর সহ অমানবিক অত্যাচার হয়েছিল তা আজও বর্তমান বিভিন্ন অঞ্চলে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ ও হাওড়া জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী মহাশয়ের পরামর্শ অনুযায়ী অত্যাচারিত বিশেষ করে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের অধীনে জাতীয় কংগ্রেস পঞ্চায়েত প্রার্থী ও কর্মীদের পাশে থাকার বার্তা নিয়ে কাজ করছেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ ।

Advertisement

আজ শুক্রবার ঝিকিরা অঞ্চলের অত্যাচারিত সভাপতি তথা পঞ্চায়েত প্রার্থী শিবনাথ পাত্র ও পঞ্চায়েত প্রার্থী জয়শ্রী দাস এর সঙ্গে দেখা করেন এবং তাদের অত্যাচারের কাহিনী শোনেন আমতা কেন্দ্রের ভূমিপুত্র তথা প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয়, আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমর মল্লিক, দীপক পাল প্রাক্তন আমতা কেন্দ্র যুব কংগ্রেস সভাপতি ও রমিজুল ইসলাম ,আমরাগুড়ি অঞ্চল কংগ্রেস সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয় বলেন আমার সন্তানসম আমতা বিধানসভা কেন্দ্রের কোন কর্মী আক্রান্ত হলে ছিলাম এবং আজীবন থাকবো তাদের পাশে ।জাতীয় কংগ্রেস লড়াই করবে এবং অত্যাচারিত কর্মীদের পাশে থাকবে সারা বাংলার সঙ্গে বিশেষ করে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রতে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ