জেলা 

হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পেয়েছেন মমতা, বিশেষ বিমানে আনা হলো এসএসকেএমে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে আজ নির্বাচনী প্রচারে হেলিকপ্টারে করে তিনি যাচ্ছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেই সময় তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীকে বিশেষ বিমানে কলকাতায় আনা হয় এবং তাঁকে এস এস কে এম এ ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা হয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই তাকে কলকাতায় নিয়েও আসা হচ্ছে। সূত্রের খবর, বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী।

Advertisement

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়েই ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কেমন আছেন, কী করে ঘটল, চোট গুরুতর কিনা সেসব জানতে চান রাজ্যপাল। বেশ কিছুক্ষন কথা হয় দু’জনের। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে তীব্র যন্ত্রণা অনুভব করছেন মুখ্যমন্ত্রী।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ