কলকাতা 

‘প্লাস্টিক দূষণ : প্রতিদিনের জীবন ও বিজ্ঞান’ নিয়ে এবারের বিশ্ব পরিবেশ দিবসে অনুসন্ধানের বিশেষ আলাপচারিতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক :বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুসন্ধান কলকাতা আয়োজন করেছে ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতা। তবে এ বছরের উল্লেখযোগ্য বিষয় হল, বিশিষ্ট বিজ্ঞানী এবং চিকিৎসকদের নিয়ে প্লাস্টিক দূষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলাপচারিতা। সম্পূর্ণ অনলাইনে আয়োজন করা হয়েছে এই আলাপচারিতা ৫ জুন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায়। আলাপচারিতার বিষয় ‘প্লাস্টিক দূষণ : প্রতিদিনের জীবন ও বিজ্ঞান’।

আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক সুবীর গাঙ্গুলী, বিজ্ঞানী এণা রায় বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানী গুপীনাথ ভান্ডারী, বিজ্ঞানী মতিয়ার রহমান খান। আর সঞ্চালনায় থাকবেন বিশিষ্ট শিক্ষক ড.কমল দাস।

Advertisement

 

তিনি জানালেন এই আলাপচারিতায় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে আসতে পারে সেগুলি হল-

১] দুধ বিক্রেতা প্লাষ্টিক প্যাকেটে দুধ সরবরাহ করে, এই প্যাকেটের দুধ আমাদের শরীর পক্ষে কী ক্ষতিকারক ? কতটা ক্ষতি হতে পারে?

২] তরল ওষুধ যেমন সিরাপ, ভিটামিন, এন্টিবায়োটিক্স প্লাষ্টিক শিশিতে বিক্রি হয়। কতটা স্বাস্থ্যসম্মত?

এগুলো কী ক্ষতিকারক হতে পারে?

মদ কাঁচের বোতলে বিক্রি হয় কিন্তু ওষুধ এবং পানীয় দ্রব্য প্লাষ্টিক বোতলে কেন ?

৩] পানীয় (জল ও ঠান্ডা) প্লাস্টিকের বোতলে বিক্রি হয়। এগুলো অধিকাংশ সময়ে রোদে পড়ে থাকে। রোদে প্লাষ্টিক বোতলবন্দি এই পানীয় কতটা নিরাপদ ?

৪] অনেক সময়ে পাতলা প্লাষ্টিক ক্যারি ব্যাগে গরম চা সাধারণ দোকান থেকে কিনে প্লাষ্টিক কাপে পান করা হয়। কতটা ক্ষতিকারক ?

৫] অধিকাংশ বাড়িতে খাবার টেবিলে প্লাষ্টিক বোতলে জল রাখা থাকে এবং বহুদিন ধরে তা ব্যবহার করা হয়। এই ভাবে প্লাষ্টিক বোতলে জল কতদিন পান করা উচিৎ এবং তা কতটা নিরাপদ ?

৬] প্রায়শই দেখা যায় আচার বিক্রি হয় প্লাষ্টিক জারে। তা আবার মাঝে মাঝে রোদে দেওয়া হয়। উত্তপ্ত প্লাষ্টিক থেকে ক্ষতিকারক পদার্থ আচারে চলে আসার কোনো সম্ভাবনা থাকে কি ?

৭] প্লাষ্টিক কী বায়ুকে দূষিত করে ?

৮] প্লাষ্টিক কীভাবে জলজ বাস্তুতন্ত্রকে কলুষিত করে? জলজ উদ্ভিদ এবং প্রাণীকুল এর ফলে কতটা বিপন্ন ?

৯] প্লাষ্টিক মোড়কে অধিকাংশ খাদ্য, পানীয়, ওষুধ ইত্যাদি পাওয়া যায়। এগুলো সম্পূর্ণ বর্জন করা কি সম্ভব ?

প্লাষ্টিক মোড়কে সমস্ত জিনিসই কী বিপদজনক ?

১০] মাইক্রোওভেনে সহনশীল প্লাষ্টিক বাটিতে খাবার গরম করা কি উচিৎ ?

১১] রেফ্রিজারেটরে বা ফ্রিজে প্লাষ্টিক মুড়ে রান্না খাবার কতটা নিরাপদ ? ডিপ-ফ্রিজে প্লাষ্টিক থেকে কোনো বিষাক্ত পদার্থ বেরোতে পারে কি ? যেমনটা গরম খাবারে বিষক্রিয়া হয়।

১২] প্লাষ্টিক মানুষের শরীরে বিশেষ করে সদ্যোজাত শিশুর দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে ?

১৩] মাইক্রোপ্লাস্টিকস এবং অন্ত্রের মাইক্রোবায়োম কীভাবে দীর্ঘস্থায়ীভাবে উন্মুক্ত প্রজাতিগুলি অন্ত্রের ডিসবায়োসিসে ভুগতে পারে ?

১৪] কীভাবে প্লাস্টিক বিশ্ব উষ্ণায়ন ঘটায়?

১৫] প্লাস্টিক ব্যবহারে স্বাস্থ্য সমস্যা – কোন কোন দিক থেকে আসতে পারে ?

১৬] আমাদের দৈনন্দিন জীবনে কোন জিনিসগুলি মাইক্রোপ্লাস্টিক ছাড়ে বা মুক্ত করে ?

১৭] প্লাষ্টিক দৈনন্দিন ব্যবহারে কতটা অপরিহার্য ? প্লাস্টিকের বিকল্প কী হতে পারে ?

১৮] প্লাস্টিক টবে গাছ লাগানো কতটা পরিবেশ বান্ধব! আজকাল ব্যালকনি বা রুফ গার্ডেনে কিচেন ভেজিটেবল কালচার করা হচ্ছে ব্যাপকভাবে। সেখানেও প্লাস্টিক টবের ব্যবহার চলছে।

১৯] প্ল্যান্ট নিউট্রিয়েন্টসগুলো তরল বা পাউডার ডাস্ট হিসেবে প্লাস্টিক বোতলে বিপনন হয়, সেগুলো চাষ-আবাদের জন্য ক্ষতিকারক নয় তো ?

২০] এগ্রি ফিল্ডের সয়েলে সরাসরি প্লাস্টিক দূষণের ফলে কৃষি উৎপাদন কী ব্যাহত হচ্ছে কিংবা অন্য কোনো কুপ্রভাব আছে ?

অনলাইনে অনুসন্ধান কলকাতার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠান শুভারম্ভ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাসব চৌধুরী।

ছাত্র-ছাত্রীসহ সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান।

আগ্রহীরা যোগাযোগ করতে পারেন 98360 58826 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ