কলকাতা 

পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম পাঠানো হলো রাজভবনে, ৫ দিন পরেও সবুজ সংকেত নেই, নবান্ন বনাম রাজভবন সংঘাত কী চরমে?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বর্তমান পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে ২৯ শে মে পরবর্তী নির্বাচন কমিশনার কে হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১৮ই মে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহার নাম পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। কিন্তু পাঁচ দিন কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত রাজ্যপাল রাজীব সিনহার নামে গ্রীন সিগন্যাল দেননি। ফলে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জানা গেছে গত ১৮ই মে রাজ্যপালের কাছে পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে রাজ্য সরকার প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠান। কিন্তু জানা গেছে রাজ্যপালের পক্ষ থেকে প্রাক্তন মুখ্য সচিবের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে সে জন্যই নাকি এখনো পর্যন্ত রাজ্যের প্রস্তাবিত নামে সবুজ সংকেত দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement

সেই তথ্যে সন্তুষ্ট হলে কমিশনার পদে নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। এই পরিস্থিতিতে অনেকে মনে করছেন, রাজ্যের নামে রাজ্যপাল সিলমোহর না দিলে ফের নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত আসন্ন। রাজ্য সরকার সূত্রে খবর, নির্বাচন কমিশনারের নাম ঠিক করে রাজ্য। সেখানে রাজ্যপালের পছন্দ থাকে না। রাজ্যপাল শুধু রাজ্যের প্রস্তাবিত নামে স্বাক্ষর করেন।

এ সপ্তাহেই নতুন কমিশনার নিয়োগ না হলে সমস্যা তৈরি হতে পারে। কারণ, সামনেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত ভোট। সেই মতো পরিকল্পনা এবং প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। এখন কমিশনার পদ ফাঁকা থাকলে সেই কাজ ব্যাহত হতে পারে বলে অনেকের ধারণা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ