কলকাতা 

মেয়াদ শেষ হওয়ার আগেই পতন হতে পারে কেন্দ্রের বিজেপি সরকারের অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই দাবী করলেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মঙ্গলবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মেয়াদ শেষ হওয়ার আগেই দিল্লির মোদি সরকারের পতন হতে পারে।কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতার বার্তা, ‘আজ আমি আছি, কাল নাও থাকতে পারি।’

রাজ্যে রাজ্যে বিরোধীরা একত্রিত হচ্ছে। আর সব বিরোধীরা একত্রিত হলে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন,” আর তো ৬ মাসের ব্যাপার। আর যদি কোনও মিরক্যাল হয়ে যায়, সরকার আগেও পড়তে পারে। কে বলতে পারে, আমি আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। নির্বাচন হলেও ৬ মাস বাকি। তার চেয়ে বেশি নয়।”

Advertisement

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের তত্ত্বকেও এদিন কার্যত গুঁড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, “ডবল ইঞ্জিন সরকার এখন ট্রাবল ইঞ্জিন, টেরিবল ইঞ্জিন হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ব। আমাদের কিছু চাই না। একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই। যা পারেন করে নিন।”

মমতার দাবি, তেলেঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, বিহার ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সব জায়গায় বিরোধীরা একত্রিত হচ্ছে। আরও দলকে একত্রিত হতে হবে। মমতা যে যে রাজ্যের কথা বলছেন, সেগুলির মধ্যে একাধিক রাজ্যে এখনও বিজেপি বিরোধী ভোট একত্রিত হওয়ার মতো পরিস্থিতি আসেনি। কিন্তু মমতা আশাবাদী, নিজেদের সমস্যা মিটিয়ে বিজেপিকে হারাতে সবাই একজোট হবেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ