দেশ 

কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে চলেছেন সিদ্দারামাইয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: কর্ণাটকে (Karnataka) মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে চলেছেন সিদ্দারামাইয়া। গতকাল রবিবার বেঙ্গালুরু এক পাঁচতারা হোটেলে বৈঠকে অধিকাংশ বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিয়েছেন। সেই কারণে সিদ্দারামাইয়াকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এ আই সি সি।

রবিবার বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে বৈঠক সেরেছেন সদ্যনির্বাচিত বিধায়করা। মুখ্যমন্ত্রীর (Karnataka CM) নাম ঠিক করতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে কংগ্রেস। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে সেই কমিটির সদস্যরা আলোচনা করেছেন বলেই সূত্রের খবর। তবে দীর্ঘ বৈঠকের পরেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আপাতত শোনা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

তবে সিদ্ধান্ত নেওয়ার সময়ে আলোচনায় বসবে দলীয় হাইকম্যান্ড। দিল্লিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা ভাডরার সঙ্গে বৈঠক করবেন খাড়গে। সেখানে উপস্থিত থাকবে কর্ণাটকের কমিটির তিন সদস্যও। এমনকি ডেকে পাঠানো হতে পারে সিদ্দারামাইয়া ও শিবকুমারকেও। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দুই নেতাকে অপেক্ষা করতে বলেছে দল। ডাক পেলে তারপরেই দিল্লি আসবেন, এমনই নির্দেশ রয়েছে দলের তরফে।

যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার জানিয়েছেন, দিল্লি যাওয়া নিয়ে এখনও কিছুই ভাবেননি তিনি। প্রসঙ্গত, সোমবারই শিবকুমারের জন্মদিন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ