জেলা 

হুগলির বৈদ্যবাটি কাজীপাড়ায় পালিত হল ঈদ মিলন উৎসব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গতকাল রবিবার সন্ধ্যায় ঈদ মিলন উৎসব পালিত হল হুগলির বৈদ্যবাটি পৌরসভার কাজীপাড়ায়। জাঁকজমক পূর্ণ এই সমাবেশে খুব সুন্দর ভাবে উৎসবের মুখর হয়ে উঠেছিল এলাকার কচিকাঁচা ছেলে মেয়েদের মধ্যে ।ফুচকা চা-কফি ইত্যাদি যেমন ছিল তেমন সুন্দর আলোচনার জন্য এক ছোট্ট সভা করা হয়েছে। যেমন সমস্ত ধর্মের মানুষ , উপস্থিত হয়েছিল চোখে পড়ার মতো বক্তব্য রাখতে গিয়ে পুরোহিত গৌরাঙ্গ ভট্টাচার্য তিনি বলেন আমরা সবাই যেমন মিলেমিশে বসবাস করি তেমন ভাবে আগামী দিনে মিশে থাকতে চাই।

উপস্থিত হয়েছিলেন অল বেঙ্গল মাইনরিটি association এর সভাপতি আবু আফজাল জিন্না তিনি বক্তব্য বলেন সমস্ত ধর্মের মানুষ সম্মিলিতভাবে পশ্চিমবাংলায় যেভাবে বসবাস করে, এটা একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে, কারণ এই দেশে একজন হিন্দু ধর্মে মানুষ একজন মুসলিম সম্প্রদায় মানুষ পাশাপাশি বসবাস করে এবং সম্মিলিতভাবে ঈদ মিলন উৎসবের আয়োজন করে। পশ্চিমবাংলার সম্প্রীতির পিঠস্থান হল হুগলি জেলার বৈদ্যবাটির কাজিপাড়া।

Advertisement

এখানে জাতপাতের কোনো বিচার করা হয়না। উপস্থিত ছিলেন, শান্তনু কুমার দত্ত বৈদ্যবাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান,রাখি সাধু খাঁ,রাজু পাড়ুই,কাজি মিঠুন, সাহেবজান (ভোলা ) আরও অনেকে উপস্থিত হয়েছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ