কলকাতা 

উত্তরপ্রদেশে আতিক আহমেদের খুন নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ‘‘উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত”

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে যেভাবে পুলিশ হেফাজতের মধ্যেই দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে তা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়েছে। পুলিশের ঘেরাটোপের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তিন দুষ্কৃতীর এই গুলি চালানোর ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইটারে লিখছেন, ‘‘উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত। এটা চূড়ান্ত লজ্জার যে, অপরাধীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে আইন হাতে তুলে নিচ্ছে। সাংবিধানিক গণতন্ত্রে এই ধরনের বেআইনি কাজের কোনও জায়গা নেই।’’

Advertisement

সারা দেশে শোরগোল ফেলে দিয়েছে শনিবার রাতে প্রয়াগরাজের ঘটনা। আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করা বিজেপি এখনও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। যদিও চুপ নেই বিরোধীরা। আদিত্যনাথের রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে আক্রমণ শুরু।

প্রয়াগরাজে আতিক-হত্যাকাণ্ডের খবর আসার পর থেকেই বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। ব্যতিক্রম নয় তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষের সুরে টুইট করেন, ‘‘উত্তরপ্রদেশে ৩৫৬ ধারার পরিস্থিতি কি হয়নি? বিজেপি কী বলে?’’

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটে প্রশ্ন তুলেছেন, সত্যপাল মালিকের বিস্ফোরক সাক্ষাৎকার থেকে নজর ঘোরাতেই কি বিজেপি এই কাজ করিয়েছে?

আতিক আহমেদের এই হত্যাকাণ্ডে বিজেপি যে অনেকটাই ব্যাক ফুটে চলে গেল তা আর বলে আর অপেক্ষা রাখে না। বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি নেতারা যেভাবে এই রাজ্যে যোগী শাসন প্রতিস্থা করতে চাই বলে দাবি করে থাকেন তাতে এই রাজ্যের সাধারণ মানুষের সমর্থন আর আদায় করতে পারবে কিনা বিজেপি তা নিয়ে সন্দেহ রয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ