কলকাতা 

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শিবপুর ও ডালখোলায় অশান্তির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট, ৬ এপ্রিল শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রামনবমীর দিন রাতে হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় যে অশান্তি হয়েছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করল কলকাতা হাইকোর্ট। আগামী পাঁচই এপ্রিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে। ৬ এপ্রিল হবে এই মামলার শুনানি।

আজ সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাওড়া এবং ডালখোলায় অশান্তি মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী দাবি করেন, “পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান মামলাকারী। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশের উচিত কোনও নিরীহ মানুষ বিব্রত হচ্ছেন কিনা সেদিকে নজর রাখা। এলাকার শিক্ষামূলক প্রতিষ্ঠান, দোকানবাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে, তাও নিশ্চিত করা উচিত রাজ্যেরই। আগামী ৫ এপ্রিলের মধ্যে প্রধান বিচারপতি ঘটনার রিপোর্ট তলব করেন। আদালতে ওইদিনের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও আদালতে পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি। আগামী ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

উল্লেখ্য, গত ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিল চলাকালীন জি টি রোডের উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয়দের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। প্রচুর বহিরাগত যুবক বাইক নিয়ে এসে এলাকায় চড়াও হয়।

হাওড়া শিবপুরের ঘটনায় পুলিশের গাফিলতি খানিকটা ছিল বলে স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে এ রাজ্যের সাধারণ মানুষ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ