জেলা 

রোজাদারদের পরিষেবায় সমাজকর্মী একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :   সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মধ্যে আলাদা অনুভুতি জন্মায় বলে মন্তব্য করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উল্লেখ্য বছরের প্রতিটি মূহুর্ত সাধারণ মানুষের পাশে থেকে নিয়মিত কাজ করে যাওয়ার পাশাপাশি সরকারি যেকোনো কর্মসূচি রূপায়িত করতে তার জুড়ি মেলা ভার।

শুক্রবার থেকে শুরু হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রোমজান।প্রথম রোজাতেই ইফতার সামগ্রী বিতরণ করার পাশাপাশি পাণীয় জল, টয়লেট ইত্যাদি পরিষেবা খতিয়ে দেখতে উঃ চব্বিশ পরগনা জেলার শাসন থানার খড়িবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন একেএম ফারহাদ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমাজকর্মী একেএম ফারহাদ বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ নিজের ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারে।

Advertisement

তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা ও উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির অর্থ সাহায্যে রোজাদার মুসুল্লিদের পরিষেবা ঠিক রাখতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন বছরের প্রতিটি মূহুর্ত সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে মানষিক ভাবে শান্তি পাওয়া যায়। রোজার প্রতিদিন দুঃস্থ অসহায়দের পাশে ইফতার সামগ্রী নিয়ে পৌঁছে দেওয়া হবে বলে জানান একেএম ফারহাদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ