কলকাতা 

অনুসন্ধানের উদ্যোগে শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৪ নিষ্ঠাবান পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রতি মাসে অনলাইনে পরীক্ষা ও বিশেষ ক্লাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সেই সমস্ত কিশোরমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে সোমবার অনলাইনে অনুষ্ঠিত হয়ে গেল এক সান্ধ্য আলাপচারিতা। বিষয় ছিল – ‘শুরু হোক মাধ্যমিকের প্রস্তুতি, আমরা পাশে আছি’।

অনুসন্ধান কলকাতার উদ্যোগে এবছরও শুরু হতে চলেছে প্রতি মাসের বিশেষ প্রস্তুতি-পর্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা যাতে সুযোগ পায়, সেজন্য এই প্রস্তুতি হবে অনলাইনের google ফর্মে এবং জুম অ্যাপে। অনুসন্ধান কলকাতার আহ্বানে সমবেত হয়েছেন কেবল রাজ্যের নয়, দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও গবেষকরা। মাধ্যমিক প্রস্তুতির নিরিখে তাঁরা প্রতি মাসে প্রশ্নপত্র প্রস্তুত করবেন সবকটি বিষয়ের অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের। এই প্রশ্নপত্র আরো কার্যকর করে তোলা যায় কীভাবে তা নিয়ে গবেষণাও চলবে পাশাপাশি। প্রতি মাসে পরীক্ষার সাথে ব্যবস্থা করা হবে সুবিধা মতো একটা/দুটো ডাউট ক্লিয়ারেন্স ক্লাস। যেখানে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করবেন বিষয় শিক্ষক শিক্ষিকারা। অধ্যায় ভিত্তিক এই প্রস্তুতি ক্লাসে ছাত্র-ছাত্রীদের অনুসন্ধিৎসু মন তুলে আনারও চেষ্টা করা হবে বলে জানালেন অনুসন্ধান কলকাতার সম্পাদক বিশিষ্ট ইতিহাস শিক্ষক সাহাবুল ইসলাম গাজী। বিষয় সম্পর্কে ধারণা যত মজবুত হবে ততই ছাত্র-ছাত্রীর পক্ষে ওই বিষয়ে আরো গভীরে প্রবেশ করার ইচ্ছে তৈরি হবে এবং প্রতিযোগী মূলক মনোভাব তৈরি হবে। সারা পৃথিবীতে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসছে সেরারা। তাই অনুসন্ধান কলকাতার পক্ষে এই আয়োজন। এই উদ্যোগে ছাত্র-ছাত্রী যারা আসছে তাদেরকে শুভেচ্ছা এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের যাঁরা স্বেচ্ছাশ্রম দিতে এগিয়ে আসছেন, তাঁদের প্রত্যেককে অভিবাদন জানিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী অনুসন্ধান কলকাতার চিফ অ্যাডভাইজর অধ্যাপক মতিয়ার রহমান খান। সোমবার সন্ধ্যায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ভাবনার এই অনলাইন আলোচনা চক্রে অংশ নেন বিশিষ্ট প্রধান শিক্ষক ড.চন্দন মিশ্র, শিক্ষক নায়ীমুল হক, অর্পণ বন্দ্যোপাধ্যায়, নাফিসা ইসমাত প্রমুখ। এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিল বাঁকুড়া এবং কলকাতার তপসিয়া থেকে এ বছরের দুই মাধ্যমিক পরীক্ষার্থীও। তারা জানালো প্রায় এক বছর ধরে অনুসন্ধান কলকাতার মাধ্যমিক প্রস্তুতিতে কীভাবে তারা উপকৃত হয়েছে এবং অভিজ্ঞ শিক্ষক ও পরীক্ষকরা কত যত্নের সঙ্গে তাদের জীবনের ভিত গড়ে দিয়েছেন। নিশ্চয়ই এই ঋণ পরিশোধ হওয়ার নয় বলে তাদের অভিমত।

Advertisement

এদিনের এই আলাপচারিতা সুচারুরূপে সঞ্চালনা করেন অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক এবং বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল। তিনি ঘোষণা করেন, মাধ্যমিক ২০২৪ প্রস্তুতির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার ২৬ মার্চ সকাল ১১ টায়। ৪০ মিনিটের এই পরীক্ষা গুগল ফর্মে হবে। ইতিমধ্যে ছাত্র-ছাত্রীরা যে নির্দিষ্ট whatsapp গ্রুপে যুক্ত হয়েছো, সেখানেই পরীক্ষার দু এক মিনিট আগে প্রশ্নপত্রের লিংক দেওয়া হবে।

সেই লিংকে ক্লিক করলে খুলে যাবে প্রশ্নপত্র। সেখানে নিজের নাম, স্কুলের নাম এবং মোবাইল নম্বর দিয়ে পরীক্ষা শুরু করবে। তিনি আরো জানান, প্রতি মাসের এই পরীক্ষায় পরীক্ষার্থীদের উৎসাহ যোগানোর জন্য এগিয়ে এসেছে খ্যাতনামা প্রকাশন সংস্থা শিশু সাহিত্য সংসদ। সেরা পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে যাবে সংসদের পক্ষ থেকে স্মারক উপহার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ