কলকাতা 

Mukul Roy: মুকুল রায় গুরুতর অসুস্থ হয়ে ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং বর্তমান বিধানসভার বিধায়ক বিশিষ্ট জননেতা মুকুল রায় গুরুতর অসুস্থ হয়ে আজ রবিবার রাতে ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওই হাসপাতাল সূত্রে খবর, স্নায়বিক সমস্যা বাড়ায় তাঁকে আজ রাতে হাসপাতালে ভর্তি করা হয় ডা সঞ্জয় সিংয়ের তত্ত্বাবধানে। তবে জানা যাচ্ছে তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

এক সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বর্তমানে রাজনীতিতে দেখাই যায় না। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। ২০২১ সালে বিজেপির টিকিটে লড়াই করে কৃষ্ণনগর থেকে জিতে আসেন। তবে ভোটের কিছুদিন পরেই অভিষেক উপস্থিতিতে তৃণমূল ভবনে ফের ঘাসফুল শিবিরে ফেরেন মুকুল। তবে তার পরই তাঁর শিবিরে নিয়ে তৈরি হয় টানাপোড়েন। মকুলের বিধায়ক পদ বাতিলের দাবি করে বিজেপি।

তৃণমূলে যোগ দিলেও তাঁর অসংলগ্ন মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল রাজনীতিতে। বীরভূমে গিয়ে অনুব্রতর সামনে তিনি মন্তব্য করে বসেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। মুকুল অসুস্থ বলে কোনওক্রমে তা সামাল দেন অনুব্রত মণ্ডল। তার আগে কৃষ্ণনগরেও একবার নিজেকে বিজেপি নেতা হিসেবে দাবি করেন এবং ভবিষ্যদ্বাণী করেন তৃণমূল পরাজিত হবে।

২০২১ সালে স্ত্রী মারা যাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল রায়। শরীরও কিছুটা ভেঙে পড়ে। সেইসময় থেকেই তাঁর কথায় কিছুটা অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছিল, এমনটাই দাবি তাঁর ঘনিষ্ঠদের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ