দেশ 

BBC: মোদী সরকারের নিশানায় এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি, দিল্লি ও মুম্বইয়ের দুই অফিসেই আয়কর হানা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের জেরে এবার দিল্লি ও মুম্বইয়ের বিবিসি অফিসে তল্লাশী অভিযান চালালো আয়কর দফতর । আন্তর্জাতিক এই সংবাদ সংস্থার অফিসে আয়কর দফতর হানা দেওয়ার ফলে সমগ্র বিশ্বজুড়ে মোদী সরকারকে নিয়ে বির্তক শুরু হলো । ইদানিং গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্র নিয়ে শোরগোল আন্তর্জাতিক মহলেও পড়ে গেছে। এর মধ্যে আজ মঙ্গলবার আয়কর দফতরের অভিযান, নতুন করে বিতর্ক ছড়াল।
প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে। কেন্দ্র সরকার ভারতে এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। উচ্চ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে।

এই বিতর্ক যখন চলছে সেই আবহেই বিসিসি-র দুই অফিসে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেন এই হানা? এখনও পর্যন্ত এই হানার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্রের কারণেই হতে পারে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লি ও মুম্বইয়ের অফিসে যাঁরা কাজ করছিলেন তাঁদের ফোন প্রথমে বাজেয়াপ্ত করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিবিসির দুই দফতর থেকে তেমন কিছু উদ্ধার করতে পারেনি আয়কর দফতর । এই ঘটনার নিন্দা করেছে বিরোধী দলগুলি । তাদের অভিযোগ গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্র করার জন্য বিবিসির উপর রাগ হয়েছে মোদী সরকারের ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ