কলকাতা 

সুকান্ত আনন্দের বৈঠকের পরেই রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হলো, সোমবারই আনন্দ শাহের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল ইস্যুতে এবার কি সরাসরি সংঘাতে যাচ্ছে কেন্দ্র রাজ্য তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে আজ রবিবার রাতেই সরিয়ে দেওয়া হয়েছে। আর সোমবার দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যপালকে। ঐদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত স্যার সঙ্গে রাজ্যপালের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিন ধরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন এবং বাজেট অধিবেশনে রাজ্য সরকারে লিখে দেওয়া বাজেট পড়েছেন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। আর এ নিয়েই শুরু হয়েছে রাজ্যপাল বনাম বিজেপির দ্বন্দ্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভার ছাড়ার সময় রাজ্যপালের গাড়িকে লক্ষ্য করে কাগজ ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।

এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত শুক্রবারের ঘটনা নিয়ে কথাবার্তা হয় রাজ্যপালের সঙ্গে সুকান্তের। রাজভবন থেকে বেরিয়ে আসার পর সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানান এই রাজ্যপালের কাজের ধরন আলাদা। তাই ভাবার কোন বিষয় নেই যে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংযোগ রয়েছে। আর গতকাল শনিবার রাজ্যপাল ও সুকান্ত মজুমদারের বৈঠকের পরেই রবিবার রাতেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত আমলা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।

এর আগে পূর্বতন রাজ্যপাল এবং বর্তমান দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ক্ষেত্রে প্রধান সচিব পদে যিনি ছিলেন তিনি এখন উপরাষ্ট্রপতির সচিব হয়েছেন তারপরেই নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিব করা হয়। বেশ কয়েকদিন ধরে এই নন্দিনী চক্রবর্তীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত বিজেপির চাপেই নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরানো হলো বলে ওয়াকিবহালমহল মনে করছে।

এদিকে রাজ্য পালের দিল্লি সফর নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। দু সপ্তাহ আগেই রাজ্যপাল দিল্লি গিয়েছিলেন তারপর আবার তিনি কেন দিল্লি যাচ্ছেন তা নিয়ে জনমানষে প্রশ্ন উঠেছে। তাহলে কি এবার তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। ডিজিটাল আনন্দবাজার এ প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে সোমবার রাতেই অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে রাজ্যপাল আনন্দ সি বোসের। সব মিলিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব মিটে যে নতুন এক সম্পর্ক শুরু হয়েছিল রাজভবন নবান্নের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছিল তা কি ইতি হতে চলেছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন?

এখন প্রশ্ন, নন্দিনীকে সরানোর পরে কে হবেন রাজ্যপালের নতুন প্রধান সচিব? নিয়ম বলছে, রাজ্য সরকারের তরফে নতুন কোনও আইএএসকে নিয়োগ করা হবে। তবে সে ক্ষেত্রে রাজ্যপাল নিজের অপছন্দ জানাতে পারেন। আবার আগে থেকেই নিজের পছন্দের কোনও নাম তিনি নবান্নকে জানাতে পারেন। তবে সবকিছুই নাকি নির্ভর করছে সোমবার শাহ-আনন্দ বৈঠকের পরে। তবে কখন সে বৈঠক তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ