কলকাতা 

‘‘এক এক জনের কাজের স্টাইল (ধরণ) এক এক রকম’’ রাজ্যপালের সঙ্গে দু’ঘণ্টা ধরে বৈঠক করার পর বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের রাজ্যপালকে নিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী যখন নানা বিরূপ মন্তব্য করে চলেছেন ঠিক সেই সময় রাজ্যপালের সঙ্গে দু’ঘণ্টা ধরে বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে এসে সুকান্ত বললেন, ‘‘এক এক জনের কাজের স্টাইল (ধরণ) এক এক রকম।’’ লোকায়ুক্ত নিয়ে রাজ্যপালের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন সুকান্ত।

তিন দিন আগেই বিধানসভার বাইরে ‘রাজ্যপাল গদি ছাড়ো’ স্লোগান দিতে শোনা গিয়েছিল বিজেপি বিধায়কদের। শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতার ‘খপ্পরে’ পড়েছেন রাজ্যপাল। তবে শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সুকান্ত জানান, রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। বিভিন্ন বিষয়ে রাজ্যপাল তাঁকে ‘আশ্বস্ত’ করেছেন। সুকান্তের কথায়, ‘‘উনি (রাজ্যপাল) আশ্বস্ত করে বলেছেন, ‘সবার উপরে সংবিধান। তার উপরে কিছু নেই।’ এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, মাননীয় লা গণেশনের সময় লোকায়ুক্ত গঠন করতে বলা হয়েছিল। কিন্তু তা আইন মেনে হয়নি। এ নিয়ে রাজ্যকে জানিয়েছেন রাজ্যপাল বোস। এ জন্য বিধানসভার আগামী অধিবেশনে অর্ডিন্যান্স জারি হবে।’’ সুকান্তের সংযোজন, ‘‘রাজ্যপাল জানিয়েছেন দুর্নীতির সঙ্গে ‘জিরো টলারেন্স’ নীতি তাঁর। পাশাপাশি, বলেছেন, রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। এই সব ব্যাপারেই ওঁর সঙ্গে আমাদের কথা হয়েছে।’’

Advertisement

সুকান্ত এদিন বলেছেন, রাজ্যপালের ভূমিকায় তিনি খুশি। তাঁর কথায়, ‘‘এই যে লোকায়ুক্তের কথা বললাম, আমাদের রাজ্যপাল যে সেটা অসাংবিধানিক বলে রাজ্যকে জানিয়ে দিয়েছেন, তা সংবাদমাধ্যমের সামনে আনেননি তিনি।’’ তাঁর সংযোজন, ‘‘আগামী দু’এক দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ