কলকাতা 

মাড়গ্রামে জোড়া বিস্ফোরণের জের আচমকা সরিয়ে দেওয়া হলো বীরভূমের এসপি নগেন্দ্র ত্রিপাঠীকে, নতুন এসপি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আচমকা সরিয়ে দেয়া হলো বীরভূমের এসপি নগেন্দ্র ত্রিপাঠীকে। বীরভূমের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষের ঠিক যখন বীরভূম অগ্নিপর্ব অগ্নিগর্ভ ঠিক তখনই বীরভূমের এসপিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পৃথিবীর বর্তমান এসপি নগেন্দ্র ত্রিপাঠী কে ওএসডি করে পুলিশ ডাইরেক্টটে পোস্টিং দেওয়া হয়েছে।

নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে নতুন পুলিশ সুপারের (SP)নামও জানানো হল। নতুন এসপি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভাস্কর মুখোপাধ্যায়। তিনি এই মুহূর্তে সুন্দরবনের দায়িত্বে ছিলেন। তারও আগে পূর্ব বর্ধমানের এসপি হিসেবে কাজ করেছেন ভাস্কর মুখোপাধ্যায়। এবার তিনি বীরভূমের আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাবেন।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন আগেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীর পদোন্নতির খবর পাওয়া গিয়েছিল। তিনি ডিআইজি (DIG)পদে উত্তীর্ণ হন। তবে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত নগেন্দ্র ত্রিপাঠীর বীরভূমের এসপি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রবিবার মাড়গ্রামে বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর দুপুরেই তাঁর বদলির খবর এল। যদিও তিনি নিজে এই দুয়ের মধ্যে কোনও যোগ নেই বলেই দাবি করেছেন। তাঁর দাবি, ডিআইজি পদে উত্তীর্ণ হওয়ার কারণে এসপি পদ থেকে সরানো হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ