অন্যান্য কলকাতা 

রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে মানুষের অধিকার সম্পর্কে জানতে হলে পড়তে হবে নৌশাদ মল্লিকের ‘পঞ্চায়েত ও উন্নয়ন’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম:  আমরা বই পড়ে থাকি জানার জন্য তথ্যের জন্য বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান অর্জনের জন্য। আর তথ্যভিত্তিক বইগুলোই মানুষের কাছে অমূল্য সম্পদ হিসাবে চিরকাল বিবেচিত হয়ে এসেছে। তেমনি একটি বই আমাদের হাতে এসেছে তা হল বিশিষ্ট লেখক সাংবাদিক ও সম্পাদক নৌশাদ মল্লিকের লেখা বই ‘পঞ্চায়েত ও উন্নয়ন।’ এই বইটি প্রকাশিত হয়েছে বোধিসত্ত্ব প্রকাশনী থেকে। প্রখ্যাত লেখক সাংবাদিক ও কালামিস্ট সঞ্জয় মুখোপাধ্যায়ের বোধিসত্ত্ব প্রকাশনী ‘পঞ্চায়েত ও উন্নয়ন’ নামক বইটি প্রকাশ করে এই বাংলার মানুষকে একটি বড় উপহার দিয়েছেন।

এই বইটির ভূমিকা লিখে দিয়েছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান সাহেব। নৌশাদ মল্লিক সাহেব বইটির মধ্যে পঞ্চায়েত তৈরির ইতিহাসকে পরম্পরায় ব্যাখ্যা করেছেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে এবং তারও আগে মুঘল আমলে কিভাবে পঞ্চায়েত স্তরে বা গ্রামীণ স্তরে কাজকর্ম হত তার বর্ণনার পাশাপাশি কিভাবে পঞ্চায়েত ব্যবস্থার আধুনিকীকরণ ঘটেছে তা নিয়ে তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। পঞ্চায়েত ও উন্নয়ন বইটি পড়লে আমরা জানতে পারবো স্বাধীন ভারতে কিভাবে পঞ্চায়েত ব্যবস্থা প্রথমে শুরু হয়েছিল এবং কোথায় শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল তারও বিস্তারিত বিবরণ এই বইটির মধ্যে রয়েছে।

আমাদের পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থার বিবর্তন বইটির মধ্যে পুঙ্খানুপুঙ্খ ধরা পড়েছে। ইউনিয়ন বোর্ড থেকে শুরু করে আজকের জেলা পরিষদ তৈরির কারণ লক্ষ্য এবং উদ্দেশ্য বইটির মধ্যে প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য বলা হয়েছে। সিদ্ধার্থ শংকর রায়ের আমলে সেই সময়কার তরুণ মন্ত্রী অধুনা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বেই পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আইন তৈরি করার মাধ্যমে এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার সূচনা হয়েছিল বলে নৌশাদ মল্লিক তার বইয়ে মন্তব্য করেছেন।

Advertisement

এছাড়া পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে ওঠার পর বাংলার বিভিন্ন প্রান্তে যে উন্নয়নের জোয়ার এসেছে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনে এসেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে এই বইয়ের মধ্যে উঠে এসেছে। এক কথায় বলা যেতে পারে, বইটি একটি মূল্যবান দলিল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এক ঝলকে এই বইটি পড়লে পশ্চিমবাংলার পঞ্চায়েতি রাজ সম্পর্কে বিবরণ খুব ভালোভাবে পাঠক উপলব্ধি করতে পারবে। শুধু আজকে নয় আগামী দিনে যারা এই রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে গবেষণা করবে তাদের জন্যও এই বইটি একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসাবে কাজ করবে।

পঞ্চায়েত ও উন্নয়ন

লেখক: নৌশাদ মল্লিক

প্রকাশক: বোধিসত্ত

মূল্য : ৪০০ টাকা মাত্র।

বইমেলায় এই বইটি পাওয়া যাচ্ছে বোধিসত্ত্ব প্রকাশনী

স্টল নম্বর ২৬৫ গেট নম্বর ছয় জাগো বাংলা স্টলের পাশে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ