প্রচ্ছদ 

রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করার জের দিল্লি পুলিশের কাছে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লকেট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা সরকারের মন্ত্রী অখিল গিরি বিরোধী দলনেতা শুবেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করেন । এর প্রেক্ষিতে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপি । যদিও মন্ত্রী অখিল গিরি এই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন তারপরেও বিজেপি এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় । এবার দিল্লি পুলিশের কাছে রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করার জন্য এফআইআর করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

দিল্লি পুলিশের কাছে এফআইআর করার পর লকেট বলেন, ‘‘দেশের রাষ্ট্রপতিকে যে ভাবে অখিল গিরি অপমান করেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা, নন্দীগ্রামের ওই সভায় অখিলের পাশেই ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা! এটা শুধু রাষ্ট্রপতিকে অপমান নয়, পুরো আদিবাসী সমাজকে অপমান করা এবং মহিলাদের অপমান করা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে একজন মহিলার অপমানের পরেও কোনও স্টেটমেন্ট (বিবৃতি) নেই তাঁর। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেল। যখন উত্তরপ্রদেশে কিছু হয়, মমতা লিডারদের (নেতাদের) দিয়ে সঙ্গে সঙ্গে বিবৃতি দেওয়ান। বুদ্ধিজীবীরা সঙ্গে সঙ্গে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়েন। সাংসদরা সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের সেই স্পটে (ঘটনার জায়গায়) চলে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত মমতার কোনও বুদ্ধিজীবী, নেতা, মন্ত্রীর কোনও বিবৃতি নেই। আমরা চাই, মমতা অখিল গিরিকে বরখাস্ত করুন এবং বিবৃতি দিন। অখিল গিরিকে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে রাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে।’’

Advertisement

এনিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশের পাশাপাশি অখিলের বিরুদ্ধে মুখ খুলছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। এ বার বিষয়টি সর্বভারতীয় রূপ পেল রাজধানীর থানায় অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের মধ্যে দিয়ে।প্রসঙ্গত, এই ঘটনায় অখিলের মন্তব্যের নিন্দা করে তাঁর সঙ্গে দূরত্ব স্পষ্ট করেছে তৃণমূলও। কিন্তু বিজেপি তা মানতে নারাজ। তারা মুখ্যমন্ত্রীর বয়ানের দাবিতেই অনড়। এই প্রেক্ষিতে দিল্লির থানায় বাংলার সাংসদদের অভিযোগ দায়েরের ঘটনা নয়া মাত্রা যোগ করল। অখিলের সমালোচনাও চলছে সব মহলে। শনিবারই অখিলের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ