কলকাতা 

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য ১৪ ই সেপ্টেম্বর থেকে ডাউনলোড করা যাবে লেটার বিজ্ঞপ্তি দিয়ে ৩০ শে সেপ্টেম্বর বলল এসএসসি! বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীরা ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে ভুল তথ্য পরিবেশন করলে স্কুল সার্ভিস কমিশন। ভুল তারিখ দেওয়ার পরেও এখনো পর্যন্ত তার সংশোধন করা হয়নি বলে অভিযোগ উঠেছে । বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে  চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকার চিঠি (ইনটিমেশন লেটার) ডাউনলোড করার তারিখ ভুল রয়েছে । শুক্রবার ওই বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি।

উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য দেড় হাজারের বেশি চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডেকে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই জারি করা হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। কিন্তু দেখা যায়, বিজ্ঞপ্তিতে লেখা আছে, চাকরিপ্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন ১৪.০৯.২০২২ থেকে। ১৪ সেপ্টেম্বর তারিখটি অনেক আগেই পেরিয়ে গিয়েছে।

Advertisement

২০১৬ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের পরীক্ষা হয়। কিন্তু সেই মেধাতালিকা বাতিল হয়ে যায় উচ্চ আদালতের নির্দেশে। শুক্রবারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুজোর পর ইন্টারভিউতে ডাকা হবে চাকরিপ্রার্থীদের। এই নিয়োগের জন্য ২০১৬ সালে প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) হয়। কিন্তু সেই পরীক্ষার মেধাতালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তা নিয়ে আদালতে মামলাও হয়। উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, ওই মেধাতালিকা বাতিল করতে হবে। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয় নতুন করে ইন্টারভিউ নিতে  হবে। তার পরেই এসএসসি শুক্রবারের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাই কোর্টের নির্দেশে যে সব চাকরিপ্রার্থীরা উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য সুযোগ পাচ্ছেন, তাঁরা তাঁদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে। এই পার্সোনালিটি টেস্টের জন্য কমিশনের ওয়েবসাইট থেকে ইনটিমেশন লেটার ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হবে ১৪.০৯.২০২২ থেকে।

এর পর ওই বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য কী কী নথি আনতে হবে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞপ্তিতে এই তারিখ দেখে বিভ্রান্তিতে পড়েছেন চাকরিপ্রার্থীরা। ওয়াকিবহাল মহল বলছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দিশেহারা হয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশন তাই বিজ্ঞপ্তিতে যে ভুল আছে এটা এখনো সংশোধন করে উঠতে পারছে না। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ