আন্তর্জাতিক 

শুক্রবার সাত সকালেই কাবুলের এক শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ,নিহত ১৯, আহত ২৭

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ কাবুলের এক শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ হয়। কাবুল শহর সেই মাত্র ঘুম থেকে উঠেছে হঠাৎই কাবুলের পশ্চিম দিকে কাজ এডুকেশন সেন্টার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠে সমগ্র এলাকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের এবং আহাতের সংখ্যা ২৭ নিহত এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মহল মনে করছে।

এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফে এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Advertisement

কাবুলের ওই এলাকায় সাম্প্রতিক অতীতে একাধিক বার হামলা হয়েছে। এলাকায় মূলত সংখ্যালঘুদের বাস। তাঁদেরকেই ‘লক্ষ্য’ করা হচ্ছে বার বার, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ