জেলা 

জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবানগোলা দুই নম্বর ব্লকে রক্তদান শিবির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আজ ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান হয়। উল্লেখ থাকে দুই শতাধিক রক্তদাতা রক্তদান করেন।এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, ভগবানগোলা দুই নম্বর ব্লকের সভাপতি আবদুর রৌফ, জিয়াগন্জ (শহর) সভাপতি অরুণ সাহা, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মহম্মদ, পন্চায়েত সমিতির সদস্যা শাহনাজ বেগম,সেলিনা বিবি, অঞ্চল সভাপতি তৈয়ব আলী,মাশাদুল খান,সেখ বিল্লাল,সেখ ইব্রাহিম, রবিউল ইসলাম, মহিলা সভানেত্রী জয়ন্তী সরকার সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা।

সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, রক্তদান কর্মসূচি শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, সমাজের প্রতিটি মানুষের প্রয়োজন হয় এই রক্ত।ধনী ব্যক্তিদের জীবন বাঁচাতে যেমন প্রয়োজন তেমনি গরীব মানুষদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠে এই রক্ত। সুস্থ কিম্বা অসুস্থ যেমনি জীবন হোক, রক্ত একটি জীবন বাঁচাতে অপরিহার্য বস্তূ এর কোন বিকল্প নেই। তাই এই ধরনের রক্তদান শিবির কর্মসূচি,রক্তের সংকটমোচন করতে সাহায্য করে।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী বলেন, রক্তের রং লাল এটা আমরা সকলেই জানি তাতে কোন সন্দেহের অবকাশ রাখে না। রক্ত দান করলে সকলের কাজে লাগে, রক্তের যেমন রং হয়না তেমনি রক্তদানেও কোন রং হয়না। রক্ত দান করলে কোন ক্ষতি নেই বরঞ্চ যে রক্ত দেয় তারও উপকার হয় এবং যাকে রক্ত দেওয়া হয় তারও উপকার হয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রক্তের সংকট নিরসন করতে বারবার এই মহতী অনুষ্ঠান করতে আমাদের নির্দেশ দিয়ে চলেছেন, আমরা সেই নির্দেশ বা জনসাধারণের জন্য মহতী কাজ করতে কোনো ত্রুটি রাখি না।

তাই এই ধরনের কাজ খুবই সমাজকল্যাণ মুলুক। উল্লেখ থাকে সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায় এবং বিধায়ক ইদ্রিস আলী রক্তদাতাদের সঙ্গে করমর্দন করে রক্তদান করার উৎসাহ দেন। মহিলা ও পুরুষ মিলিয়ে দুই শতাধিক রক্তদাতা রক্তদান করেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ