কলকাতা 

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মজয়ন্তীতে হাতিয়াড়া হাই মাদ্রাসায় এসো সহজে বাংলা শিখি কর্মশালা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাফিসা ইসমাতের প্রতিবেদন : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০২ তম জন্মবর্ষকে আরো স্মরণীয় করে রাখতে আজ উত্তর ২৪ পরগনার হাতিয়াড়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল এসো সহজে বাংলা শিখি কর্মশালা। এই কর্মশালার আয়োজনে ছিল বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড। মূল উদ্যোক্তা ছিলেন এই ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক সিরাজুল হক এবং হাতিয়াড়া হাই মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষক মোঃ আফতাব উদ্দিন।

কলকাতার নিউটাউন এলাকার তিনটি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল এই কর্মশালায়। হাতিয়াড়া হাই মাদ্রাসা, হাতিয়াড়া স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির এবং হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসা। বানান নিয়ে অত্যন্ত মজার মজার গল্প ছড়া আকারে এদিনের আকর্ষণীয় এই কর্মশালা পরিচালনা করেন গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুদেষ্ণা মৈত্র।

Advertisement

এছাড়া কর্মশালার শেষে বানান নিয়ে একটি আকর্ষণীয় প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ৯০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, শামীম, সাদ্দাম এবং নিজাম। তাঁদের সঙ্গে ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। পঞ্চম শ্রেণিতে প্রথম তিনজন বিজয়ী সজল চৌধুরী, সুরাইয়া পারভিন, নাফিসা পারভীন। ষষ্ঠ শ্রেণির বিজয়ী শাহনাজ আহমেদ, মিরাজ তরফদার, সুহানা খাতুন। সপ্তম শ্রেণীর বিজয়ীরা হল আমিনা খাতুন, নাসরিন পারভিন, তানিসা ইয়াসমিন। সমস্ত বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে সুদৃশ্য উপহার তুলে দেন রাজারহাট-নিউটাউন বিধানসভার মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। ছাত্র-ছাত্রীদের জন্য আরো কিছু পুরস্কার দেওয়ার জন্য নগদ কিছু অর্থ মূল্য সংগঠকদের হাতে তুলে দেন মাননীয় বিধায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়াড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এসকার আলী শেখ, শম্পা পাত্র, সনৎ কুমার নাথ, আব্দুল হান্নান, খুরশিদ আলম, ড হাফিজ উদ্দিন আহমেদ, শেখ আনিসুর রহমান, পুষ্পিতা বর্মন, জিয়ারুল মজুমদার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাতিয়াড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এসকার আলী শেখ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মোঃআফতাব উদ্দিন। সঞ্চালনায় ছিলেন শিক্ষক নায়ীমুল হক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ