দেশ 

আগামী কালই বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা করতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন লালু নীতীশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী জোট তৈরি করতে এবার নীতীশ কুমার বৈঠক করতে চলেছেন সোনিয়া গান্ধীর সঙ্গে। আগামী কাল শনিবার দিল্লিতে সোনিয়ার বাসভবনে দেখা করতে আসবেন নীতীশ। তাঁর সঙ্গে থাকবেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও (Lalu Prasad Yadav)। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী ঐক্যকে শক্তিশালী করতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির জোট ভেঙে বেরিয়ে এসে কংগ্রেসের সমর্থন নিয়ে বিহারে সরকার গঠন করেছেন নীতীশ। তারপর থেকেই ২০২৪-এর নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবেও তাঁর নাম উঠে আসছিল।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, লালু ও নীতীশ চেয়েছিলেন এই বৈঠকে রাহুল গান্ধীও (Rahul Gandhi) থাকুন। কিন্তু তিনি ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকার ফলে এই বৈঠকে থাকতে পারবেন না। তবে রাহুলের সঙ্গে চলতি মাসের শুরুতেই দেখা করেছিলেন নীতীশ।

বুধবার দলের একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে লালু প্রসাদ বলেছিলেন, “আমি ও নীতীশ কুমার একসঙ্গে সোনিয়াজির সঙ্গে দেখা করতে যাব। পদযাত্রা শেষ হলে রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করব। বিরোধীরা যদি একজোট হয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠিয়ে দেওয়া যাবে।” সূত্র মারফত জানা গিয়েছে, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও সোনিয়ার সঙ্গে দেখা করতে যেতে পারেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ