দেশ 

চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ পড়ুয়ার স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিল ছাত্রী, আট জনের আত্মহত্যার চেষ্টা, পঞ্জাব জুড়ে উত্তেজনা , তৎপর পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পঞ্জাবের মহালির চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দী করে এক ছাত্রী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বলে অভিযোগ । এই ঘটনার পরিপ্রেক্ষিতে লজ্জায়-অপমানে ৮ ছাত্রী শনিবার রাতে আত্মহত্যা করার চেষ্টা করে ওই হস্টেলেই। এই ঘটনায় পঞ্জাব জুড়ে হইচই শুরু হয়েছে ।ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পঞ্জাবের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিয়ো তৈরি করেছিলেন এবং আর এক জন যিনি ওই ভিডিয়ো তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দু’জনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিয়ো তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাঁকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত একটি ভিডিয়োকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রায় ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেন। সেই ভিডিয়ো আর এক ছাত্রী তাঁর এক বন্ধুকে পাঠান। ওই বন্ধু আবার ভিডিয়োটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। তার পর শনিবার রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে হইচই শুরু হয়। আট জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজনা বাড়ে। কয়েক জন পুলিশের গাড়িতে ভাঙচুর চালান।

রবিবার সকালে এই ঘটনায় পুলিশকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার। এখন তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে এই ভিডিয়ো বানানোর উদ্দেশ্য কী ছিল? একে ওকে ৬০ জনের বেশি ছাত্রীর স্নানের ভিডিয়ো করে তা নেটমাধ্যমে ভাইরাল করতে সাহায্যই করলেন কেন অভিযুক্ত? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্য দিকে, হাসপাতালে ভর্তি এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তাঁর পরিবারের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ