কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর
বাংলার জনরব ডেস্ক : কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজ শুক্রবার সকালে ঝলমলে রোদ দেখা যায়।কিন্তু এদিন দুপুর বেলা কালো মেঘের চাদরে ঢাকল কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি থাকতে পারে। আগামী দু’দিন দিনের তাপমাত্রা দু’থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।