কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করে দিল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের নজরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। বুধবারই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সুবীরেশ। অন্য দিকে, বিকালে কলকাতার বাঁশদ্রোণী এলাকার তাঁর ফ্ল্যাটেও হানা দেয় সিবিআইয়ের একটি দল। সিল করে দেওয়া হয়েছে ওই ফ্ল্যাট।

বুধবার দুপুরে সিবিআইয়ের ১২ জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ রায় এবং ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিতকেও তলব করা হয়।

Advertisement

উল্লেখ্য, এসএসসি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে সুবীরেশের নাম রয়েছে। এ নিয়ে আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ