কলকাতা 

মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মানছে না রাজ্য, আদালত অবমাননার মামলা দায়ের করল সরকারি কর্মচারীদের সংগঠন, ২৫ শে আগস্ট শুনানি, চাপে নবান্ন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের সেই সময়সীমার শেষ হয়ে গেছে মমতা সরকারের পক্ষ থেকে কোন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন পুনরায় আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এ বিষয়ে তারা অন্যতম পার্টি করেছে রাজ্য সরকারের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে। জানা গেছে মামলার গুরুত্ব বিচার করে আগামী ২৫শে আগস্ট শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার ইউনিটি ফোরামের তরফে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তিনমাস সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। গত ১৯ আগস্ট সেই তিনমাসের সময়সীমা উত্তীর্ণ হয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি রাজ্য। যা আদালত অবমাননার সামিল। সেই ইস্যুতে এবার মামলা দায়ের হল আদালতে। আগামী ২৫ আগস্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সরব বিরোধীরাও। তাঁদের কটাক্ষ, পুজোর জন্য কমিটিগুলিকে আড়াই শো কোটি টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। অথচ সরকারি কর্মচারীদের বকেয় মহার্ঘভাতা মেটাচ্ছে না। ভোট ব্যাংকের রাজনীতি করছে রাজ্য।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের পর তিনমাস শেষ হয়েছে। তারপরই রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ