কলকাতা 

পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয় (WBUTTEPA)এ আজাদী কা অমৃত মহোৎসব পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন : দেশের প্রথম রাজ্য সরকার স্থাপিত শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয় (WBUTTEPA) ১৫ ই আগস্ট, সোমবার বি এড বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সার্কুলার রোড-এ ঠিক সকাল দশটায় ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পঁচাত্তর বর্ষপূর্তি উৎসব পালিত হল এক ভাবগম্ভীর অনুষ্ঠানে।

বিশ্ববিদ্যালয়-এর মাঠে প্রথমে সবাই সমবেত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রথমেই বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপিকা ড :সোমা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতীয় তিরঙ্গা পতাকাকে অভিবাদন জানিয়ে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমী ও বীর সেনানীদের উদ্দেশ্যে স্বল্প বক্ত্যব্য রাখেন। পরে সবাইকে বিশ্ববিদ্যালয় এর অডিটোরিয়াম এ অনুষ্ঠানে আসার আহ্বান জানান। অডিটোরিয়াম এ উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কুনাল ঝাঁ, ডেপুটি রেজিস্ট্রার স্বপন কুমার রায়, ফিনান্স অফিসার অভিজিৎ বিশ্বাস সহ বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক, প্রশিক্ষণরত শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

Advertisement

আজকের এই আজাদী মহোৎসব-এ প্রথমে ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তর পূর্ব ভারতের অবদান বিষয়ে বক্ত্যব্যের সঙ্গে বিপ্লবী দেশপ্রেমিক বীর সন্তান ও বীর সেনানীদের শ্রদ্ধায় স্মরণ করা হয়।

আজকের অনুষ্ঠান আকর্ষণীয় করে তুলতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ ব্যাপারে বিশেষ ভাবে সাহায্য করেন বিশ্ববিদ্যালয় এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর অধ্যাপক ড: বিশ্বজিৎ বালা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী কমলিনী বন্দ্যোপাধ্যায় ও অনুসূজা সিকদার। বক্তব্য ও কবিতা পাঠ করেন ত্রিপর্ণা চট্টোপাধ্যায়। এ ছাড়া উপস্থিত অধ্যাপক অধ্যাপিকারা এ দিনের তাৎপর্য ব্যাখ্যার সঙ্গে শ্রদ্ধায় স্মরণ করেন স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং প্রীতিলতা ওয়াদ্দার, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ ঠাকুর,ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,কাজী নজরুল ইসলাম সহ বীর সেনানীদের অবদান।

পরিশেষে বর্ষিয়ান অধ্যাপক ড: সুভাষচন্দ্র রায় মহাশয়কে সম্মানিত করা হয় এবং তিনিও তাঁর বক্ত্যব্য রাখেন।

সব শেষে সমবেত সবাই জাতীয় সঙ্গীত ‘জন গন মন অধিনায়ক জয় হে’ গান পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শেষ হয় স্বাধীনতার ৭৫ বছর স্মরণে আজাদী কা মহোৎসব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ