কলকাতা 

মধ্য কলকাতার ভারতীয় জাদুঘরের ভেতরে ভরসন্ধ্যায় সিআইএসএফ ব্যারাক লক্ষ্য করে গুলি, আহত ২, ঘটনাস্থলে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মধ্য কলকাতার কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘরের ভেতরে চলল গুলি। আজ শনিবার সন্ধ্যে ছটা নাগাদ ভারতীয় জাদুঘরের ভেতরে অবস্থিত সিআইএসএফের ব্যারাকের ভিতরে গুলি চালানো হয় বলে খবর পাওয়া গেছে।ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিস, কম্যান্ড বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। বুলেটপ্রুফ জ্যাকেট পরে কম্যান্ড বাহিনী জাদুঘরের ভিতরে ঢুকেছে। মাইক দিয়ে আত্মসমর্পনের জন্য ঘোষণা করা হচ্ছে।

তবে, সিআইএসএফ-এর যে কর্মী গুলি চালিয়েছেন, তাঁকে এখনও শান্ত করা যায়নি। ইতিমধ্যে অ্য়াম্বুল্যান্সকে করে গুলিবিদ্ধদের চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পথ চলতি সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্ক। প্রত্যক্ষ্যদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ হঠাৎই জাদুঘরের ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়। জাদুঘরের সামনে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং জয়েন্ট কমিশনার ক্রাইম, পুরো এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে । একইসঙ্গে সিআইএসএফের যে কর্মীটি গুলি চালিয়েছে তাকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে। জাদুঘরের ভিতরে কলকাতা পুলিশ পৌঁছে গেছে বলে জানা গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ