জেলা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, প্রশাসনিক সহায়তায় ভগবানগোলাতে বাল্য বিবাহের বিরুদ্ধে,সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজ ৫ই আগষ্ট শুক্রবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার মার্কেট কমপ্লেক্সে সেফ ড্রাইভ, গাছ বিতরণ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে এবং ভগবানগোলা থানার সহায়তায় এক অনুষ্ঠান হয়।

উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে এস রাজকুমার, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী,এস ডি পি ও বিক্রম প্রসাদ, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার, আই সি সৌম্যজিৎ মল্লিক,ও সি তরুণ সাহা, ওসি শ্রী দীপক হালদার, মহিলা থানার ওসি সোমা ঘড়ুই প্রমুখ।

Advertisement

 

পুলিশ সুপার কে এস রাজকুমার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠানে আছে সাইবার ক্রইম,বাল্য বিবাহ প্রতিবাদ এবং সেফ ড্রাইভ সেফ লাইফ। প্রথমে আমি বলি,ঠিক সময়ে উপযুক্ত বয়সে,কম করে স্নাতকোত্তর পাস করার পর ছেলেমেয়েদের বিবাহ দিন। তাতে তাদের জীবন সুন্দর হবে,এই সুন্দর জীবনকে গড়তে অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং অভিভাবকদের সচেতনতায় আমরা সাফল্য পাওয়া পাবো।এই চর্চা শুধু এইখানে সীমাবদ্ধ থাকলে হবে না প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে এস রাজকুমার,রানিতলার আই সি শ্রী সৌম্য জিৎ মল্লিক সহ ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার খুব ভালো কাজ করছেন। তিনি আরও বলেন, বিবাহ রেজিস্ট্রী যারা করেন পন নেওয়া ও দেওয়া বিবাহ রেজিস্ট্রী করবেন না। কারণ ইসলাম ধর্মে পন নেওয়া ও দেওয়া হারাম।সেফ ড্রাইভ সেফ লাইফ এই ব্যাপারে বিধায়ক ইদ্রিস আলী বলেন,লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে পারছেন আর সামন্য টাকা দিয়ে হেলমেট কিনতে পারবেন না, তা হয় না,তাই হেলমেট পড়ুন নিজের জীবন সেফ করুন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষকে সচেতনতাবোধে আনার জন্য পুলিশ প্রশাসনকে সহায়তা করতে বলেছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ