কলকাতা 

SSC Recruitment scam:‘‘আমার কোনও টাকা নেই’’ বললেন পার্থ, কার টাকা? জবাবে প্রাক্তন মন্ত্রী বললেন,‘‘সময় এলেই জানতে পারবেন’’ রহস্য কী? জানতে হলে পড়ুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা তাঁর নয় বলে জানালেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ রবিবার সকালে জোকার ইএসই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থকে। সেখানে হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকরা প্রাক্তন মন্ত্রীকে প্রশ্ন করেন, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা টাকা কার ? উত্তরে পার্থ বলেন, ‘‘আমার কোনও টাকা নেই।’’

গত কয়েক দিনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ইডি যে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি সরগরম। সেই টাকার দায়ই কি সম্পূর্ণ ভাবে ঝেড়ে ফেলতে চাইছেন মন্ত্রী? যদিও ইডি সূত্রে দাবি, জেরায় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা দাবি করেছিলেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকাই পার্থের। এমনকি ওই ফ্ল্যাটে পার্থের ঘনিষ্ঠরাই টাকা রেখে যেতেন, তাঁর ঢোকার অধিকারও ছিল না নিজের ফ্ল্যাটে।

Advertisement

বস্তুত, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে এই প্রথম মুখ খুললেন পার্থ। এর আগে তিনি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের উল্লেখ করলেও টাকা নিয়ে একটি কথাও বলেননি। এমনকি তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও টাকা পায়ওনি ইডি। শুক্রবার শুধু পার্থ বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রবিবার হাসপাতালে ঢোকার আগে পার্থকে তাঁর সেই ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তারও জবাব দিয়েছেন পার্থ। তিনি বলেন, ‘‘সময় এলেই বুঝতে পারবেন। ’’

গত ২৩ এপ্রিল গ্রেফতার করা হয় পার্থকে। তার পর থেকে তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার একের পর এক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং সোনার গহনা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইউি। ঘটনাটির জেরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। গত বৃহস্পতিবার পার্থকে তাঁর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সাসপেন্ড করা হয় দলীয় বিভিন্ন পদ থেকেও। এরপরই শুক্রবার পার্থ জানান, তিনি ষড়যন্ত্রের শিকার।

স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে ঢোকার মুখে এই অভিযোগ করার পর পার্থকে বেরোনোর সময় জিজ্ঞাসা করা হয়, কার ষড়যন্ত্র? জবাবে পার্থ বলেন, ‘‘দলের সিদ্ধান্ত দেখে নিন। যাঁরা ষড়যন্ত্র করছে তাঁরা জানতে পারবেন।’’ রবিবার তাঁকে আবার একই প্রশ্ন করা হলে, প্রাক্তন মন্ত্রী আবার বলেন, ‘‘সময় এলেই জানতে পারবেন।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ