কলকাতা 

West Bengal SSC Scam: নবম দশম শিক্ষক নিয়োগে নতুন মেধা তালিকাতেও অনিয়ম মানা হয়নি সংরক্ষণ নীতি এমনকি তালিকার বাইরেও অনেকে চাকরি পেয়েছেন দাবি করে নতুন করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, শুক্রবার শুনানির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশে এস এস সি নতুন করে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে তাতে আবারও অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠে। নম্বর বিভাজন থেকে শুরু করে সংরক্ষণ নীতি মানা হয়নি বলে চাকরী প্রার্থীরা দাবি করেছিল। আর নিয়ে আদালতে আবেদন করা হয়।

চাকরিপ্রার্থীরা আদালতকে জানিয়েছেন, এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রেও মেধাতালিকার বাইরের অনেকে চাকরি পেয়েছেন।চাকরিপ্রার্থীদের ওই দাবি শোনার পর বৃহস্পতিবার তাদের নতুন করে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলার দীর্ঘ তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নতুন মামলা।

Advertisement

সম্প্রতিই এসএসসিকে রাজ্যের স্কুলের নবম-দশমের শিক্ষক নিয়োগের মেধাতালিকা নতুন করে প্রকাশ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। তবে এই তালিকার সঙ্গে আগের তালিকার সামান্য পার্থক্য ছিল। এই তালিকায় কৃতীদের নামের পাশাপাশি তাদের প্রাপ্ত নম্বরের বিভাজনও দেখাতে বলেছিল হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশ মেনে সেই তালিকা প্রকাশ হয়। সেই তালিকা প্রকাশ হতেই ফের শিক্ষক নিয়োগে নতুন অনিয়মের অভিযোগ উঠল। বৃহস্পতিবার চাকরিপ্রার্থীরা আদালতকে জানিয়েছেন, নবম-দশমে নিয়োগের ক্ষেত্রেও তালিকার বাইরে অনেকে চাকরি পেয়েছেন।

চাকরিপ্রার্থীরা আদালতকে এ কথাও জানান যে, ওই তালিকায় সংরক্ষণের নিয়মও মানা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন চাকরিপ্রার্থী। তাঁরা নতুন করে মামলা করার আর্জিও জানান। জবাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলাটির শুনানি হতে পারে।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ