কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধিক রঞ্জন চৌধুরী।

পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রীসভা থেকে সরানোর দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

Advertisement

গত কাল সোমবারই নবান্নে পৌঁছেছে অধীর চৌধুরীর সেই চিঠি। সংক্ষিপ্ত চিঠিতে তাঁর স্পষ্ট বক্তব্য, যে সময়কালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেসময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা সরকারের পক্ষে কলঙ্কজনক ঘটনা। এখনও পার্থবাবু রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী। সেই পদ থেকে অবিলম্বে তাঁকে সরানো হোক।

টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গত শনিবার ইডির গ্রেপ্তার হয়েছেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। ২১ কোটি টাকা উদ্ধার হওয়ার পর ধৃত পার্থবাবুর সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত মডেল অর্পিতা মুখোপাধ্য়ায়।

বিজেপি, সিপিএম সোশ্য়াল মিডিয়ায় প্রতিবাদ সুর চড়ালেও কংগ্রেসের তরফে অধীর চৌধুরী প্রথমবার সরাসরি সরকারের কাছে নিজেদের দাবি রাখলেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অধীরের স্পষ্ট বক্তব্য, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্য়ায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এই দুর্নীতির সূত্রপাত। তা সরকারের কাছে লজ্জাজনক। তাই এই বিষয়ে তদন্ত যতদিন চলছে, ততদিন মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হোক পার্থ চট্টোপাধ্য়ায়কে। তবে তাঁর এই চিঠি নিয়ে এখনও নবান্নের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ