কলকাতা 

Partha Chatterjee: রাতভোর জেরা পার্থ – অর্পিতাকে, সহযোগিতা করছেন না! কলকাতা সংলগ্ন এলাকায় অর্পিতার আরো ফ্ল্যাট বাড়ির সন্ধান পেল ইডি, গ্রেফতারির সম্ভবনা!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২১ কোটি টাকা উদ্ধারের পাশাপাশি আরো ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে। তবে গত কাল রাত থেকে এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় ও মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি জেরে করলে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।ইডি আধিকারিকরা আরও দাবি করেছেন, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা।

ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, বেলঘরিয়ার রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে দু’টি ফ্ল্যাটও রয়েছে অর্পিতার। সেখানকার আবাসিকদের দাবি, কয়েক মাস আগেও ওই ফ্ল্যাটে নিয়মিত দেখা যেত অর্পিতাকে। তাঁরা আরও দাবি করেছেন, এই আবাসনে লালবাতির গাড়ি চড়ে মাঝেমধ্যে কেউ কেউ আসতেন। কিন্তু তাঁরা অর্পিতার কাছেই আসতেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁরা জানিয়েছেন, ওই আবাসনে কে আসছে-যাচ্ছে, তা রেজিস্টারে লেখা থাকে। তা দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।

পাশাপাশি, ইডি সূত্রে খবর হাওড়ার দেওয়ানপাড়াতেও একটি বাড়ি রয়েছে অর্পিতার। সেই বাড়িতে অর্পিতার মা এবং অন্য আত্মীয়েরা থাকেন।

তদন্তকারীদের নজরে রয়েছে অর্পিতার আয়ের উত্স। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার দাবি তিনি অভিনেত্রী। তবে প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র। তবে অর্পিতার কাছে সব প্রশ্নের উত্তর মিললেও, টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করলে কোনও উত্তর পাওয়া যাচ্ছে না বলেও ইডি সূত্রে খবর।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টা পার হলেও পার্থের বাড়ি থেকে বেরোননি ইডির আধিকারিকরা। তাঁর বাড়ির নীচে ক্রমশই বেড়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের আনাগোনা। কড়া নজরদারি রাখছেন ইডির আধিকারিকেরাও।

এদিকে জানা গেছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও নাকি ইডির সঙ্গে সহযোগিতা করছেন না ।আর এতেই পার্থ ও অর্পিতার গ্রেফতারির সম্ভবনা তৈরি হয়েছে। আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় এই সম্ভবনা তীব্র হয়েছে। তবে অর্পিতা গ্রেফতার হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ