কলকাতা 

Jagdeep Dhankhar: পদত্যাগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেবেন আগামীকাল সোমবার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য পশ্চিমবাংলার রাজ্যপালের পর থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনকড়। গতকাল শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় এর নাম ঘোষণা করেন। আর আগামীকাল ১৮ই জুলাই থেকে শুরু হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন। আগামীকালই জগদীপ ধনকড় সাহেব মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

স্বাভাবিক নিয়মে রাজ্যপালের পর থেকে পদত্যাগ করা ছাড়া জগদীপ ধনকড় এর কাছে অন্য কোন উপায় ছিল না। ২০১৯ সালে রাজ্যপালের পদের দায়িত্ব নেওয়ার পর থেকে এই রাজ্যে সরকারের সঙ্গে তাঁর অহী নকুল সম্পর্ক ছিল। স্বাধীন উত্তর পশ্চিমবাংলায় এর আগে এমন কোন রাজ্যপাল আসেননি, যার সঙ্গে দীর্ঘদিন নির্বাচিত সরকারের সঙ্গে তিক্ততা ছিল। সে দিক থেকে জগদীপ ধনকড় এই রাজ্যের ব্যতিক্রমী রাজ্যপাল ছিলেন বলে মনে করা হয়ে থাকে।

Advertisement

পেশায় আইনজীবী, প্রাক্তন সাংসদ ধনখড় ২০১৯ সালের অগস্টে পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসেন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে রাজ্যপালের দায়িত্ব দিয়ে রাজভবনে পাঠায় কেন্দ্রীয় সরকার। তিনি আসা ইস্তক রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সঙ্ঘাতে জড়িয়েছিল রাজভবন।

২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি এবং প্রবীণ সাংসদ এম বেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করেছিল বিজেপি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার লক্ষ্যে নির্বাচনে জয় লাভ করেন নাইডু। তাঁর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ জুলাই এবং নির্বাচন হবে ৬ অগস্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ