কলকাতা 

Rukbanur Rahman : তাপস সাহার পর এবার বিধায়ক রুকবানুর রহমানের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ জমা পড়ল অভিষেকের কাছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বিধায়ক তাপস সাহার পর নদীয়া জেলার আর এক বিধায়কের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল। তাপস সাহার ক্ষেত্রে যেমন অভিযোগকারীরা সরাসরি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন এই বিধায়কের ক্ষেত্রেও একই রকম ভাবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলে খবর।

ডিজিটাল আনন্দবাজারের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে এই বিধায়কের নাম রুকবানুর রহমান। প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গেছে,’চাপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে তিনি ছয় লক্ষ টাকা তুলেছেন বলে গ্রামবাসীদের একাংশের অভিযোগ। ২০১১ সাল থেকে রুকবানুর চাপড়ার বিধায়ক।

Advertisement

স্থানীয় বেশ কয়েক জনের দাবি, বিধায়ক রুকবানুর এবং তাঁর ‘ছায়াসঙ্গী’ শুকদেব ব্রহ্ম চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছেন। কিন্তু কারও চাকরি হয়নি। টাকাও তাঁরা হাতে পাননি। যদিও চাপড়ার বিধায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, তাঁকে ফাঁসানো হচ্ছে।’

এলাকাবাসীর একাংশের অভিযোগ, ২০১৬ সালে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি দেওয়ার নামে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা নেন রুকবানুর। অনেকে বাড়ির ছেলের চাকরি জন্য জমি বিক্রি করেও টাকা দিয়েছেন। কিন্তু তার পর ছ’ বছর কেটে গেলেও আজও কেউ চাকরি পাননি। টাকাও ফেরত পাননি। এ বার তাঁরা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে একটি চিঠি পাঠিয়েছেন বলে খবর।

এখন দেখার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ পাওয়ার পর বিধায়ক তাপস সাহার বিষয় অভিযোগ পাওয়ার পর যেমন দুর্নীতি দমন শাখার হাতে  তদন্তের ভার তুলে হয়েছিল সেই একই পথে রুকবানুরের ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ